সময় কলকাতাঃ রাজ্যে ফের মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী ৩রা ফেব্রুয়ারী ও ৪ঠা ফেব্রুয়ারী, দুদিন জুড়ে রাজ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।মূলত পশ্চিমী ঝঞ্জার জেরে এই বৃষ্টি বলে মত দিয়েছেন আবহাওয়া বিঞ্জানীরা। আগামী ৩রা ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। শুধুই বৃষ্টি পাতে শান্ত হচ্ছে না প্রকৃতি। আবহাওয়া বিঞ্জানীদের সতর্কতা এই বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া ও বজ্রপাত। কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটারে মত বৃষ্টিপাত হতে পারে বলে মত তাদের।
ভারি বৃষ্টিপাত ও হিলস্ট্রমের কারনে পাহারে ধস নামার সম্ভাবনার রয়েছে বলে সতর্ক করা হয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। একই সঙ্গে রবি মরশুমে এই ঝড় ও বৃষ্টির কারনে চাষের ক্ষতি হওয়ারও আশঙ্কা করছেন তারা। আবহাওয়া দপ্তরে পক্ষ থেকে দ্রুত তুলে ফেলার মত ফসলকে গুদাম জাত করার পরামর্শ দিয়েছেন। বিশেষত দাঁড়িয়ে থাকা এমন ফসলের ক্ষতি বেশী হতে পারে বলে মত তাদের।রাজ্যে পিঁয়াজ, আলু ফুলকপির মত ফসলের বেশী ক্ষতি হওয়ার সম্ভবনা। আগামী দুদিনের ঝড় ও বৃষ্টির আগে ক্ষেতে তেল ও সারের ব্যবহারের না করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। তাঁদের আরো পরামর্শ ফসল বাঁচাতে ক্ষেতের জল নিকাশীর ব্যবস্থা করে রাখা জরুরি।
আগামী ৩রা ফেব্রুয়ারী বাঁকুড়া,পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদে বজ্র বিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।আর রাজ্যের বাকি জেলাগুলি শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
তবে ৪ ঠা ফেব্রুয়ারি বাঁকুড়া,পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদে জেলাতে ঝড় ও বৃষ্টি সঙ্গে বাড়বে বৃষ্টি পাতের পরিমান। সেই সঙ্গে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
শীতের শেষ লগ্নে এমন বৃষ্টি পাতের পূর্বাভাসে চিন্তা বাড়িয়েছে রাজ্যের কৃষি বিঞ্জানীদের। কারন এই সময় মাঠ ভরা ফসল রয়েছে গ্রাম বাংলায়। প্রকৃতির খাম খেয়ালীপনাতে আরো বেশী ক্ষতি হতে পারে কৃষকের, আশঙ্কা রাজ্য কৃষি দপ্তরের।
More Stories
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর
রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা হবে?