Home » খেজুরির বোমা বিস্ফোরণে তদন্ত ভার নিল এনআই

খেজুরির বোমা বিস্ফোরণে তদন্ত ভার নিল এনআই

খেজুরির বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত ভার নিতে চলেছে এনআইএ। সূত্রের খবর, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা থেকে তদন্তভার নেবেন এনআইএ। সেই মতই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএ এদিন সকালে খেজুরি থানায় আসে। এরপর সেখান থেকে বেড়িয়ে বিকেলে আধিকারিকরা আশপাশের বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। জানা গেছে, বোমা বিস্ফোরণের এলাকাগুলি ভালো করে খতিয়ে দেখেন এনআইএ আধিকারিকরা।

প্রসঙ্গত, ৩ জানুয়ারি খেজুরি বিধানসভার পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। এই ঘটনায় ২ জন তৃণমূল কর্মী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণ (৩৫) গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়। এছাড়াও একাধিক তৃণমূল কর্মী আহত হয়েছেন।

বিজেপির অভিযোগ, ওখানে বোমা বানানো হচ্ছিল। সেই বোমা বানাতে গিয়েই এই বিপত্তি ঘটে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে এনআইএ তদন্তের দাবি করেন। ঘটনার প্রায় একমাস পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই বিস্ফোরণের তদন্তের ভার নিতে চলেছে। ইতিমধ্যেই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে শুরু করেছেন তারা।

About Post Author