সময় কলকাতা ডেস্ক: বীরভূমে বিজেপি নেতা খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল ওরফে দিদির প্রিয় কেষ্টকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে সিবিআই। আর তার পরেই অসুস্থ হয়ে বীরভূম থেকে কলকাতার এস এস কে এম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল।হাসপাতালে একাধিক পরীক্ষার পর এদিন তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। শারিরিক অবস্থা ভালো না থাকায় তিনি সিবিআইয়ের দেওয়া সমনের দিনে হাজিরা দিতে পারছেন না বলে জানিয়ে দিয়েছেন।সিবিআইয়ে হাজিরা এড়াতেই এই অসুস্থতা নয় তো প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।
চিরাচরিত ঢঙে এবারও প্রিয় কে্ষ্টর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন নেতাজী ইনডোরে তৃণমূল নেত্রী বলেন, কেষ্টর অক্সিজেনের সমস্যা আছে, ও অসুস্থ।বীরভূমে অনেকগুলো পুরসভা আছে। ভোট এলেই ওরা সিবিআই ইডিকে লাগিয়ে দেবে। কিন্তু কোনও কিছু করেই ওরা জিততে পারবে না।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোট গননার দিন বীরভূমের গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকার খুন হন।হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার পায় সিবিআই।তদন্তে নেমে সিবিআই প্রথমে হুগলি থেকে দিলীপ মিদ্দে নাম এক তৃনমুল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করে।তারপর ধাপে ধাপে আরও বেশ কয়েকজন জেলা নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।ওই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে শমন পাঠায় সিবিআই। ৩ রা ফেব্রুয়ারী ইলামবাজারের সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে বলা অনুব্রত মণ্ডলকে।সিবিআইয়ের কাছে হাজিরা দেওযার আগের দিনেই আচমকা তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর