সময় কলকাতাঃ রবিশস্য চাষের সুবিধার্থে বালুরঘাটে চালু হল বৃহৎ নদী সেচ প্রকল্প। বালুরঘাট ব্লকের ৬ টি খরাপ্রবন এলাকায় চালু হল এই সেচ প্রকল্প। সূত্রের খবর, প্রায় দেড়কোটি টাকা খরচ করে শহরতলি, চককাশি, রাজাপুর, গঙ্গাসাগর এবং শাহাজাতপুর এলাকায় এই বৃহৎ প্রকল্প করা হয়েছে। এই সেচ প্রকল্প চালু হল ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট বা ডাবলুআরআইডিডি-র উদ্যোগে। জমিতে চাষের পর্যাপ্ত জলের ঘটতি মেটাতেই এই নদী সেচ প্রকল্প চালু করা হল।
জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জমিতে রবিশস্যর পাশপাশি, বোরো ধান চাষ করেন কৃষকরা। এইধরনের ফসল চাষ করার জন্য বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয়। কিন্তু এই মরশুমে খাল, বিল সহ সাধারণ জলাশয় শুকিয়ে যায়। ফলে, ডিপ-টিউবওয়েল ব্যবহার করে মাটির নীচ থেকে জল তুলে কৃষিকাজ করতে হয় কৃষকদের। তবে নানান কারণে চাষের জন্য দিনের পর দিন জল পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। এবার সেই সমস্যা মিটতে চল
মূলত এই প্রকল্পে, পাইপ লাইনের মাধ্যমে খুব সহজেই চাষের জমির জন্য নদী থেকে সরাসরি পর্যাপ্ত পরিমাণ জল নিতে পারবেন কৃষকেরা।
ডাবলুআরআইডিডি আধিকারিক অনুশঙ্কর মন্ডল বলেন, “যন্ত্র ও পাইপ লাইনের মাধ্যমে নদী থেকে জল তুলে তা বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে দেওয়ার ব্যবস্থাটিই হল বৃহৎ নদী সেচ প্রকল্প।”
তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে হাজারেরও বেশী কৃষক উপকৃত হবেন।পাশপাশি, এই জল সেচের কারণে চাষাবাদ বাড়বে বলেও আশাবাদী তিনি। জানা গিয়েছে, বর্তমানে বালুরঘাটে এই প্রকল্প চালু হলেও, পরবর্তীতে জেলা ভিত্তিক প্রকল্প করা হবে ।
More Stories
পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?
ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের