সময় কলকাতা ডেস্ক: একই পরিবারের ৫ জন সদস্য দৃষ্টিহীন প্রতিবন্ধী। তাই ভোটের প্রতারে এসে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই দিয়েছিলেন পাশে থাকার প্রতিশ্রুতি। কিন্তু নির্বাচন পেরোনোর পর আর তাঁদের দিকে ঘুরে তাকায় নি কেউ। ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন মালদার রতুয়ার বাবলু হোসেনের পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের প্রত্যেকেরই প্রতিবন্ধীর সংশাপত্র রয়েছে। তিন্তু তারপরেও তাঁরা কোনও সরকারি সাহায্য পাচ্ছেন না। প্রতিবন্ধী বাবলু হোসেন বলেন, সংশাপত্র দিয়ে ব্লক প্রশাসনের কাছে আমরা একাধিকবার আবেদন জানিয়েছি। কিন্তু তারপরেও কাজ্র কাজ কিছুই হয় নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতুয়া ২ নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলে ইসলামপুর গ্রামের বাবলু হোসেনসহ তাঁর পরিবারের মোট ৫ জন সদস্য জন্ম থেকেই দৃষ্টিহীন। প্রতিবন্ধকতার প্রমান হিসাবে প্রত্যেকেরই সংশাপত্রও থাকলেও কোনওরকম সরকারি আর্থিক সাহায্য পাননি।ফলে চরম দারিদ্রতার মধ্যদিয়ে দিন গুজরান করেছন হোসেন পরিবারের সদস্যরা। বাবলুবাবুর স্ত্রী জানান, জমি জায়গা তেমন একটা নেই। অথচ পরিবারের পাঁচ সদস্য কার্যত পঙ্গু। তাই বাধ্য হয়েই পরিবারের সদস্যদের ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে। কিন্তু আর কতদিন এভাবে পেটের ভাত জোগাড়ের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে? কবে টনকনড়বে প্রশাসনের প্রশ্ন হোসেন পরিবারের।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত