সময় কলকাতা ডেস্কঃ দেখ আমি বাড়ছি মামি। করোনার নামক বিষবৃক্ষের মাথায় বোধ হয় এটা ছিলনা যে দু দুটো বছরে একটা বাচ্চা কত বড় হতে পারে। ওই বিষবৃক্ষের কারণে প্রায় দু’বছর ধরে বন্ধ স্কুলের ছোট ছোট পড়ুয়াদের স্কুল ইউনিফর্ম যে ছোট হয়ে যেতে পারে সেই ধারনাটাই ছিল না। কারণ তারা তো বাড়ন্ত বাচ্চা। ফলে যা হবার তাই হয়েছে। মাম্মির বাচ্চারা অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় ২২ মাস পরে হঠাৎ করে স্কুলে আসার সময় তাদের কোন রকমে স্কুলে আসতে হল ছোট হয়ে যাওয়া ইউনিফর্ম পরেই ।
রাজ্য সরকার ঘোষণা করে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলবে এ মাসের ৩ তারিখ থেকে। ব্যাস স্কুল খোলার খবরে মনে আনন্দ আর ধরে না। কিন্তু স্কুলে আসার সময় যত বিপত্তি। স্কুল ড্রেস পড়তে গিয়ে কারোর কোমরে টাইট হয় তো আবার কারোর ঝুলে ছোট হয়। ফলে মহা বিপদে পড়তে হল দক্ষিণ রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীদের। অগত্যা কি আর করা যাবে, অনেক পড়ুয়াকেই বিনা ইউনিফর্মে আসতে হল স্কুলে। প্রত্যেক পড়ুয়ার একটাই কথা আবার নতুন করে স্কুল ইউনিফর্ম তৈরি করাতে হবে। কিন্তু ভয় একটাই আবার যদি স্কুল বন্ধ হয় তো কতদিন বন্ধ থাকবে তার কোন ঠিক নেই। আবার যদি এই বিপত্তি দেখা দেয় তখন কি হবে?
More Stories
ফেসবুক থেকে ছাঁটাই হবে কয়েক হাজার কর্মী
পড়াশুনা নিয়ে বাড়ির লোকের বকুনি, আত্মঘাতী বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থী
এবার আবাসের টাকায় কাটমানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা