Home » সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডাঃ গুলাটি,হাত দিয়ে হৃদয় তৈরি করে পোজও দিলেন

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ডাঃ গুলাটি,হাত দিয়ে হৃদয় তৈরি করে পোজও দিলেন

সময় কলকাতা ডেস্কঃ  কমেডিয়ান সুনীল গ্রোভারের ভক্তদের জন্য স্বস্তির খবর। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সুনীল গ্রোভারকে। হাসপাতাল থেকে বেরিয়ে আসা সুনীল গ্রোভারের প্রথম ঝলক সামনে এসেছে। ছবিতে, সুনীল পাপারাজ্জিদের জন্য তার হাত দিয়ে হৃদয় তৈরি করে পোজ দিতে দেখা যায়। সুনীলের এই ছবি দেখে অভিনেতার ভক্তরা আবেগপ্রবণ হয়ে ওঠে। তারা সুনীল গ্রোভারের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।বুকে ব্যথা নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে চেকআপের জন্য এশিয়ান হার্ট ইনস্টিটিউটে যান সুনীল গ্রোভার। চেক আপের পর দেখা যায় কমেডিয়ানের হার্টের এনজাইমের (টিওপোনিন টি) মাত্রা বেড়ে গেছে। তার NSTEMI (এক ধরনের হার্ট অ্যাটাক) হয়েছিল। তার করোনা রিপোর্ট পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

এরপর ১২ দিন পর তার করোনারি এনজিওগ্রাম করা হয়। যেখানে জানা গেছে, কমেডিয়ানের হার্টে ব্লকেজ রয়েছে। সৌভাগ্যক্রমে, সুনীলের হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল। তার হার্টের পেশী ক্ষতিগ্রস্ত হয়নি। চিকিৎসকের পরামর্শে সুনীল গ্রোভারের ৪টি বাইপাস সার্জারি হয়েছে।  অস্ত্রোপচারের ৭ দিন পর ৩ ফেব্রুয়ারি সুনীল গ্রোভারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুনীল।

About Post Author