Home » ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবার জনতার দুয়ারে খোদ রাজ্যপাল, শোরগোল রাজনৈতিক মহলে

ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবার জনতার দুয়ারে খোদ রাজ্যপাল, শোরগোল রাজনৈতিক মহলে

সময় কলকাতা ডেস্কঃ এবার দুয়ারে জনতা খোদ রাজ্যপাল জগদীপ ধনকর। সাধারণ মানুষের কাছে পৌঁছতে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বেশ কিছু দিন ধরেই  এই রাজ্যে আইনের শাসন নেই, শাসনের আইন আছে বলে অভিযোগ তুলে আসছেন। তাই এবার সাধারণ মানুষের কাছে পৌঁছতে তিনি ইউটিউব চ্যানেলকে হাতিয়ার করতে চলেছেন।ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যপালের নিজস্ব ইউটিউব চ্যানেল। যেখানে তার সমস্ত অনুষ্ঠান কে দেখানো হবে।  ২০২০ সাল থেকে এই চ্যানেল চালু হলেও মুখ্যমন্ত্রী টুইটারে তাঁকে ব্লক করার পর বিষযটি তিনি সামনে নিয়ে এসেছেন। আর ইউটিউব চ্যানেল শুরু হতে না হতেই তার সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩০ জনেরও বেশি। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে রাজ্যপালের সমস্ত বৈঠক থেকে নিয়ে ভিডিও বার্তা বা সাংবাদিক সম্মেলন সবই সম্প্রচার করা হয়। যেহেতু টুইটারে ভিডিও ক্লিপিং এর সীমিত সময়সীমা। তাই ইউটিউব ভিডিও বা চ্যানেলের মাধ্যমে তার সম্পূর্ণ ভিডিও বা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছতে ব্যবহার করা হয়। ২০২০ সালে রাজ্যপাল জগদীপ ধনকর শুরু করেছিলেন। তার সমস্ত ভিডিও বার্তা থেকে সাংবাদিক সম্মেলন বা কোনো অনুষ্ঠানের অংশগ্রহণ করার ভিডিও বা রাজনীতিক দল বা অন্য কোনো অতিথির সঙ্গে আলাপচারিতার সব ভিডিওই এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়।

 

২০২০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১০ টি ভিডিও আপলোড করা হয়েছে এই ইউটিউব চ্যানেলে। তবে তার এই ইউটিউব চ্যানেলের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে  শুরু করেছে। যে এই ভাবে কি রাজ্যপাল একটা ইউটিউব চ্যানেল করতে পারেন? বিশেষ করে তার যে সাংবিধানিক মর্যাদা রয়েছে।শুধু তাই নয়, এই ইউটিউব চ্যানেল তৈরি করতে অর্থ কোথা থেকে এলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে। সেই সময় রাজ্যপালের নিজস্ব ইউটিউব চ্যানেল সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল।  এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।এই বিষয়ে সাফাই দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‌রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান। তিনি যদি মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, তাহলে করতেই পারেন। ফেসবুক, টুইট্যার, ইউটিউব এই তিনটে মাধ্যম ব্যবহার করাই যায়। এতে দোষের কিছু নেই।এতে ভুল কিছু নেই।’‌

 

 

About Post Author