Home » ক্যান্ডি ম্যান কে? আয়নার সামনে দাঁড়িয়ে তাকে ডাকলে সত্যিই কি তার আত্মা হাজির হয় ?

ক্যান্ডি ম্যান কে? আয়নার সামনে দাঁড়িয়ে তাকে ডাকলে সত্যিই কি তার আত্মা হাজির হয় ?

ধীরাজ কুমার দাসঃ ইন্টারনেটে এমন অনেক শহুরে কিংদন্তির (Urban Legend) কথা জানা যায়, যাদের অস্তিত্বের কোন প্রমান না থাকলেও, মানুষের বিনোদনের জন্য এগুলি মূলত শোনান হয়ে থাকে। এইরকম এক শহুরে কিংবদন্তির কথা আজ জানব।
ব্ল্যাডি ম্যারির (Bloody Marry) কথা আমরা কমবেশী সবাই জানি। কথিত আছে, রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার তার নাম ধরে ডাকলে আয়নার ভিতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসবে। এরপর তাকে ডাকা ব্যক্তিকে সে হত্যাও করতে পারে। আজকের শহুরে কিংবদন্তিটির(Urban Legend) নাম হল ক্যান্ডি ম্যান(Candy Man)। এই শহুরে কিংবদন্তিটিকে ব্ল্যাডি ম্যারির পুরুষ সংস্করণ (Male Version) বলা হয়।রাতের বেলা আয়নার সামনে গিয়ে তাকে ডাকা মানে নিজের বিপদকে নিজেই আমন্ত্রণ জানানো। কারণ বলা হয়, ক্যান্ডি ম্যান যদি একবার কারোর সামনে হাজির হয়, তাহলে সে তার হাতে থাকা হুক দিয়ে স্মরণ করা ব্যক্তিকে খুনও  করতে পারে।ক্যান্ডি ম্যানের চেহারা সম্বন্ধে বেশকিছু ধারণা পাওয়া যায়। বলা হয়, রাতের বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচবার ক্যান্ডি ম্যানের নাম নিলে উপস্থিত হবে এক ব্যক্তি যার সমগ্র শরীর রক্তাক্ত। তার সম্পূর্ণ শরীরটি মৌমাছি দিয়ে ঢাকা এবং তার হাতে থাকে একটি রক্তাক্ত হুক যার দ্বারা সে ওই স্মরণ করা ব্যক্তিকে হত্যা করতেও দ্বিধা করেনা।

এখন হয়ত মনে প্রশ্ন আসছে কে এই ক্যান্ডি ম্যান? বলা হয়, অনেক বছর আগে যখন দাস প্রথা প্রচলিত ছিল তখন নিউ অরলেন্সে (New Orleans) ড্যানিয়েল রোবিটেল(Daniel Robitaillle) নামের একজন দাস ছিল। সে তার মালিকের বাড়ির গাছপালা পরিচর্যা করার কাজ করত। ড্যানিয়েলের (Daniel) একটা সুপ্ত প্রতিভা ছিল। সে খুবই ভালো ছবি আঁকত। এটি তার মালিক কোনভাবে জানতে পেরে যায়। তার মালিক ড্যানিয়েলকে (Daniel) তার মেয়ের একটি প্রতিকৃতি (portrait)এঁকে দিতে বলে। তখন সে মালিকের মেয়ের প্রতিকৃতি আঁকার সময়ই তাকে ভালবেসে ফেলে। একজন দাস হয়ে মালিকের মেয়েকে ভালোবাসার পরিণাম কি হবে না ভেবেই, এই দুঃসাহসিক কাজটি করে ফেলে। মালিক যখন বিষয়টি জানতে পারে তখন একটি করাত দিয়ে ড্যানিয়েলের(Daniel)ডান হাতটি কেটে দেয়। শুধু তাই নয়, সে তার সমগ্র দেহে মধু মাখিয়ে দিয়ে তাকে মৌমাছির চাকের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়।মৌমাছির কামড়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই মৃত্যু হয় তার। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়,যে তার মৃত্যুর  প্রতিশোধ নিতে সে অবশ্যই আসবে।বলা হয় ড্যানিয়েলের(Daniel) অতৃপ্ত আত্মা এখনো পৃথিবীতে ঘুরে বেড়ায়।তাকে কেউ নিয়ম মেনে পাঁচবার ডাকলেই হাজির হয় সে। তারপর সে স্মরণ করা ব্যক্তিকে সঙ্গে যা কিছু করতে পারে। সুতরাং ক্যান্ডি ম্যানের নামটি একবার, দুবার, তিনবার, চারবার নেওয়ার পর থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ পাঁচ বার নাম নিলেই, সেই ব্যক্তি ক্যান্ডি ম্যানের রক্তাক্ত হুকের শিকার হতে পারে। কথিত আছে ক্যান্ডিম্যানকে ডাকা ওই ব্যক্তিকে খুন  করেই সে নেয় নিজের  খুনের প্রতিশোধ।

About Post Author