Home » ভাতারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার

ভাতারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার

সময় কলকাতাঃ নগদ টাকা দাবি করে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। জঙ্গলমহল নয় মাওবাদী নামাঙ্কিত পোস্টার এবার বর্ধমানের ভাতারে। পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকির চিঠি ভাতারের অ বনপাস পঞ্চায়েতের আমবোনা গ্রামের হাজরা পরিবারকে।শনিবার রাত ১০:৩০ নাগাদ দরজা বন্ধ করতে গিয়ে এই হুমকির চিঠি দেখেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, একটি খামে সাদা কাগজের মতো কিছু পড়ে রয়েছে। খাম খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান চিঠিতে লেখা রয়েছে , “জয় বজরংবলি,আমরা মাওবাদী ।পাশাপাশি  লখা রয়েছে,আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন । সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দেবেন। নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে ।শুধু তাই নয় টাকা কোথায় পোঁছে দিতে হবে তা বলে দেওয়া হয়েছে ওই চিঠিতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  আমবোনা গ্রামের ওই পরিবারটিকে  ।৫ লক্ষ টাকা বেলতলায় এনে রাখার নিদান দেওয়া হয়েছে।দাবিমতো টাকা না দিলে বাড়ির ছোট ছেলের ক্ষতি হবে হুঁশিয়ারী দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছে হাজরা পরিবার।পুলিশ বিষয়টি নিয়ে হাজরা পরিবারকে তদন্তের আশ্বাস দিয়েছেন ।তবু মাওবাদীদের নামাঙ্কিত চিঠি পেয়ে আতঙ্কিত হাজরা পরিবার ।

 

About Post Author