সময় কলকাতা ডেস্কঃ জর্জিয়ান ক্যালেন্ডার (Gregorian calendar) অনুসারে আজকের দিনটি অর্থাৎ ৭ ফেব্রুয়ারি হল এই বছরের ৩৮তম দিন। বছরের শেষ হতে আর মাত্র ৩২৭ দিন বাকি। আজকের দিনে ইতিহাসের পাতায় কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছ সেগুলিই দেখা নেওয়া যাক।
- ১৮৬৫ সালে ৭ ফেব্রুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী আত্মসমর্পণ করেন
- ১৯৯২ সালে ৭ ফেব্রুয়ারি অভিন্ন ইউরোপ বা ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়
- ১৮১২ সালে ৭ ফেব্রুয়ারি ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্মদিন।
- ১৮৭১ সালে ৭ ফেব্রুয়ারি অমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন
- ১৯০৭ সালে আজকের দিনে বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্যের জন্মদিন
- ১৯৭৯ সালে ৭ ফেব্রুয়ারি সাহিত্যিক কমলকুমার মজুমদার প্রয়াত হন
- ২০১১ সালে আজকের দিনে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী প্রয়াত হন
- ২০২১ সালে ৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন
More Stories
কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে বিপ্লব ঘটিয়েছিলেন যে বাঙালি চিকিৎসক
বটুকেশ্বর দত্ত : অগ্নিযুগের স্মরণীয় নাম
পুসকাস হাঙ্গেরি ছাড়া কোন দেশের হয়ে খেলেছেন জানেন কি ?