সময় কলকাতা ডেস্ক :
তাঁর কাজ ছিল পথ-সুরক্ষা দেওয়ার। আর সেই রাস্তাই প্রাণ কেড়ে নিল তাঁর। সোমবার বিকেলে বাসন্তী হাইওয়েতে বানতলার কাছে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জ। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও প্রাণ বাঁচে নি তাঁর।
পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে কর্তব্যরত অবস্থায় বাসন্তী হাইওয়ে ধরে নিজের বাইকে করে আসা ছিলেন তিনি।সেই সময় একটি গাড়িকে তিনি ওভারটেক করতে যান।খানাখন্দে ভরা রাস্তায় একটি গর্তে পড়ে যায় তাঁর বাইক। ছিটকে পড়েন ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জ।মাথায় ও ঘাড়ে গুরুতর চোট লাগে তাঁর।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বেহাল রাস্তার কারণেই ওই দুর্ঘটনা।
মৃত ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জের বাড়ি উত্তরবঙ্গে।পার্ক স্ট্রিটের কলকাতা পুলিশের আবাসনে তিনি থাকতেন।কলকাতা ট্রাফিক পুলিশের তিলজলা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়েই ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন শশীভূষণ মিঞ্জের পরিবার এবং অতিরিক্ত কমিশনার দেবাশিস বড়াল-সহ কলকাতা পুলিশের আধিকারিকরা।
প্রসঙ্গত,পূর্ব কলকাতার এই বাসন্তী হাইওয়েতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এই রাস্তা কেড়ে নিয়েছে বহু প্রাণ। এবার তরুণ পুলিশ আধিকারিক শশীভূষণ মিঞ্জের মৃত্যু আরও বড় প্রশ্নচিহ্ন তুলে দিল বাসন্তী হাইওয়েকে নিয়ে।।
More Stories
পটলের ইচ্ছে ছিল সৌদি আরবের ভিসা দেবে কলকাতার মেয়র ! আটক পটলের আজব যুক্তি
ফের একবার শিয়ালদহ থেকে গ্রেপ্তার দুই রোহিঙ্গা! অনুপ্রবেশের ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!