সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার সকালে পাঁশকুড়া স্টেশন বাজার এর অন্তর্গত চুনাগলিতে লোহার রড কাটার সময় আগুনের ফুলকি পাশে থাকা পেট্রোলের ড্রামে গিয়ে পড়লে তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটে। আর বিস্ফোরণে দুজন আহত হয়। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ পূর্বমেদিনীপুরের পাঁশকুড়া স্টেশন লাগোয়া বাজারের কাছে লোহা কাটার যন্ত্র দিয়ে চলছিল রড কাটার কাজ। সেই সময় অসাবধানতা বশত আগুনের ফুলকি ছিটকে পড়ে পাশে থাকা একটি পেট্রোলের ড্রামে। তৎক্ষণাৎ পেট্রোল ভর্তি ড্রামটিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনায় সেখানে থাকা দুজন শ্রমিক আহত হয়।বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। জখম দুজনকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত