সময় কলকাতা ডেস্কঃ খেলা হবে স্লোগানে রাজ্য রাজনীতি মাতোয়ারা। বিধান সভা ভোটে পরাজয় বিজেপির। সেই সঙ্গে নিঃশব্দে পরিবর্তনও হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতির আর এক ভড় কেন্দ্র। পূর্ব মেদিনীপুরের কাঁথি। রাজ্যে পরিবর্তনের ঝড় ওঠার আগে থেকেই দক্ষিণ কলকাতার পাশাপাশি কাঁথির অধিকারী গড় থেকে বিপদ সংকেত পাচ্ছিল বামেরা।আর সেই সংকেত স্পষ্ট করলেন কাঁথির স্বাধীনতা সংগ্রামী পরিবার। যাঁদের সারা বাংলা চেনে অধিকারী পরিবার বলে।
দীর্ঘ ৩২ বছর ধরে কাঁথির অধিকারী পরিবারের কেউ না কেউ কাঁথি পুরসভা চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন। ১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন বর্তমানে কাঁথির সাংসদ শিশির অধিকারী। ২০০৬ সাল অধিকারী পরিবারের সদস্যের দখলে ছিল এই পুরসভা। ২০১০ সাল থেকে ২০২০ পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী।
২০২১ সালে বিধানসভার আগেই শাসক তৃণমুল কংগ্রেসে ভাঙ্গন।বরাবরের জাতীয়তাবাদী পরিবারে সিঁধ কাটল বিজেপি।শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়ে চলে এলেন বিজেপিতে।তারপর বাকিটা ইতিহাস।
বর্তমান রাজনৈতিক সমীকরনে অধিকারী পরিবার আবার বিরোধী শক্তি। শুভেন্দুর গড়ে রাজনৈতিক বিতর্ক আবার শুরু।বিজেপির প্রকাশিত নির্বাচনী তালিকায় নেই অধিকারী পরিবারের সদস্যের নাম এখনও পর্যন্ত। অধিকারী গড়ে এই প্রথম অধিকারী পরিবারের সদস্যদের ছাড়াই কাঁথির পুর নির্বাচন হওয়ার সম্ভবনা প্রবল হয়ে উঠেছে।
জানা গিয়েছে, কাঁথির পুরভোটে বিজেপির তালিকায় অধিকারী পরিবারের কোন সদস্যের নাম নেই। অর্থাৎ অধিকারী পরিবারের জন্য কাঁথি পুরসভা ঢোকার দরজা আপাতত বন্ধ হতে চলেছে । আর এই ঘটনার জেরেই কাঁথি সহ রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।সূত্রের খবর, সোমবার রাতেই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুর জুড়ে। বিজেপি প্রকাশিত তালিকায় প্রার্থী হয়েছেন বিজেপির দুই বিধায়ক। আর এক প্রাক্তন বিধায়কও। কাঁথি পুরসভায় ৬ নম্বর ওয়ার্ড থেকে উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা বিজেপির প্রার্থী হচ্ছেন এবার পুরভোটে। ১০ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। ৯ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রাক্তন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি।তবে অধিকারী পরিবারহীন কাঁথি পুরসভা সত্যিই হবে! তাহলে রাজ্য রাজনীতিতে লেখা হবে নতুন ইতিহাস।
More Stories
বিধানসভায় স্পিকারের কাছে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, কী দাবি?
‘দেউলিয়া’ প্রতিষ্ঠান, নিয়োগ বন্ধ! অথৈ জলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঠনপাঠন
অ্যান্টিডিপ্রেসেন্টে সারবে ক্যান্সার, দাবি পুরুলিয়ার একদল চিকিৎসকের!