Home » আমি কখনও তোমায় বলিনি আই লাভ ইউ! তবুও আজ প্রোপোজ ডে………

আমি কখনও তোমায় বলিনি আই লাভ ইউ! তবুও আজ প্রোপোজ ডে………

সময় কলকাতা ডেস্ক : আজ ৮ ফেব্রুয়ারি, প্রোপোজ ডে। দেরি না করে মনের কথা বলে ফেলুন প্রিয়জনকে। আজ সেই দিন, ভ্যালেন্টাইন এর চোখে চোখ রেখে নিজের মনের কথা বলার দিন, ভালোবাসা জানানোর দিন, আর তাই আপনাদের জন্যে রইলো কিছু শুভেচ্ছা বার্তাঃ

• সারাজীবন তোমার সঙ্গে থাকবো,কখনওই তোমার হাত ছাড়ব না। হ্যাপি প্রোপোজ ডে!

• তোমায় অনেক অনেক ভালোবাসি। আমার ভ্যালেন্টাইন হবে?

• আমি তোমার সঙ্গে থেকেই বুড়ো হতে চাই। আর তুমি? হ্যাপি প্রোপোজ ডে !

• কথা দিচ্ছি জীবনের সেরা মুহূর্তগুলো তোমায় উপহার দেব! আই লাভ ইউ।

• তোমায় খুব ভালোবাসি! সারা জীবনের জন্য তোমার হাত ধরতে চাই। না করো না প্লিজ!

• আমি চাই আমার সঙ্গে কেউ থাকুক, আমি চাই আমার পাশে কেউ থাকুক, আমি তোমার মতো কাউকেই চাই!

• আমার জীবন তোমায় ছাড়া অসম্পূর্ণ।

•চলো জীবনের প্রতিটা মুহূর্তকে আরও সুন্দর করে তুলি।

• একবার ভালোবেসে ডেকো, সারা জীবন থেকে যাব।

• আজকের দিনটা আমায় দিতে পারবে? কথা দিচ্ছি জীবনের সেরা মুহূর্তগুলো তোমায় উপহার দেব।

About Post Author