সময় কলকাতা ডেস্ক :জয়েন্ট কমিটি অফ ট্রান্সপোর্ট অপারেটরসের অন্তর্গত পরিবহন সংগঠনগুলি বিভিন্ন আর্থিক চাপে জেরবার। রক্ষাকবচের সন্ধানে সোমবার পরিবহণের সাথে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের সাথে রাজ্যের পরিবহন মন্ত্রকের বৈঠক হয়। পরিবহন মন্ত্রকের সাথে বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হওয়ার ইঙ্গিত মিলেছে।জয়েন্ট কমিটি অফ ট্রান্সপোর্ট অপারেটরসের পক্ষে তুলে ধরা হয় বেশ কিছু দাবী-দাওয়া। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি,উত্তর বঙ্গ ট্রান্সপোর্ট অপারটার্স,পুল কার অ্যাসোসিয়েশন, অন লাইন ক্যাব অপারেটর্স,সিটি সুবার্বন বাস সার্ভিস এই বৈঠকে উপস্থিত ছিল। প্রতিটি সংগঠনের বক্তব্য ছিল, যাত্রী পরিষেবা দিতে গিয়ে যে বিশাল আর্থিক চাপের ভার তাদের নিতে হয় তা থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে তাঁদের আবেদন যেন গুরুত্ব সহকারে দেখা হয়।তাঁদের আবেদন, পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন আর্থিক নীতিগুলিতে কিছুটা হলেও চাপ লাঘব করা। বলাই বাহুল্য পরিবহন পরিষেবায় লক ডাউন পরবর্তী সময়ে ধুঁকছে বিভিন্ন পরিবহন সংস্থা।জরিমানা সহ বিভিন্ন রেট চার্টে সংশোধন হলে,আইনের মধ্যে থেকে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্বে থাকা পরিবহন সংগঠনগুলির চাপ যে লাঘব করবে বলাই বাহুল্য।।
বাঁচার রসদ খুঁজতে পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত সংগঠনগুলি রাজ্য পরিবহন মন্ত্রকের শরণাপন্ন

More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর