সময় কলকাতা ডেস্কঃ পক্ষাঘাত রোগীরা, যারা জীবনের আশা একেবারে ছেড়ে দিয়েছেন, তাদের জীবনে এবার আশার আলো জ্বলে উঠবে একটি অভুতপূর্ব আবিস্কারের দৌলতে। কয়েকজন মার্কিন গবেষকদের দাবি পক্ষাঘাতে যাদের নিম্নাঙ্গ পুরোপুরি ভাবে অচল তারা এবার হাঁটতে সাইক্লিং করতে এবং সাঁতার কাটতে সক্ষম হবে। তাদের আবিস্কার করা নার্ভ স্টিমুলেসন-এর মাধ্যমে। যেটি নিয়ন্ত্রণ করে একটি টাচ স্ক্রীন ট্যাবলে্ট। তাদের আরও দাবি টাচ স্ক্রীন ট্যাবলে্টকে কাজে লাগিয়ে এই নার্ভ স্টিমুলেসনকে তারা তিনজন পক্ষাঘাতে আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা মূলকভাবে প্রয়োগ করেন।তাতে তাঁরা সম্পুর্ণ ভাবে সফল বলে দাবি ওই গবেষকদের।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে,ওই তিনজন পক্ষাঘাত রোগী একটি বাইক দুর্ঘটনায় শিরদাঁড়ায় আঘাত পান। তারপরই তারা পক্ষাঘাত গ্রস্ত হয়ে পড়েন। নিম্মাঙ্গ একেবারেই অচল হয়ে পড়ে। তাদের এই রোগের নাম থুরাসিক স্পাইন। প্রায় ৯ বছর ধরে চিকিৎসা করানোর পর কোন সুফল না পেয়ে তাঁর একেবারেই ভেঙে পড়েন। তারপর একজন স্নায়ু রোগ বিশেষজ্ঞের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ হয় এই বিষয়ে গবেষণারত একটি বিজ্ঞানী দলের সঙ্গে। বর্তমানে ওই তিনজন রোগীকে স্নায়ু রোগ বিশেষজ্ঞ অস্ত্রোপচারের মাধ্যমে প্রটোটাইপ নার্ভ স্টিমুলেসন প্রতিস্থাপন করেন। তারপর সেটিকে রিমোটের দ্বারা সঞ্চালিত করা হয়। প্রায় এক ঘন্টার মধ্যে ওই তিন জন উঠে দাঁড়িয়ে প্রথম পদক্ষেপ করতেও সক্ষম হন। ওই গবেষকদের দাবি আগামী ৬ মাসের মধ্যে ওই সব রোগীরা সাইক্লিং এমনকি সাঁতারও কাটতে সক্ষম হয়। এই গবেষণার ফল নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই গবেষণার কারিগরি দিকটি বানিজ্যিক ভাবে বাজারে আনতে চলেছে নেদারল্যান্ডের একটি চিকিৎসা কারিগরি সংস্থা। প্রথমে তারা ৭০ থেকে ১০০ জনের ওপর পরীক্ষা মূলক ভাবে এটি প্রয়োগ করা হবে। এটা বলাই যায় ভবিষ্যতে হয়ত এই আবিস্কারের ফলে চিকিৎসা বিজ্ঞানে অভুত পূর্ব সাড়া ফেলবে, সর্বোপরি অদুর ভবিষ্যতে উঠে দাঁড়াবে ও আশার আলো দেখবে বহু পক্ষাঘাত রোগী।
More Stories
জামিন পেলেন না চিন্ময় প্রভু! হামলার ভয়ে পিছিয়ে গেলেন আইনজীবীরা? আরও এক মাস থাকতে হবে জেলেই
পাকিস্তান : দুটি পৃথক অপারেশনে ৮ জঙ্গি নিহত
অশান্ত বাংলাদেশে হেনস্থার শিকার হিন্দু মহিলা সাংবাদিক! প্রশ্নের মুখে পুলিশ