Home » বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা,যান চলাচল বন্ধের সিদ্ধান্ত এইচআরবিসির, আশঙ্কা যানজটের

বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা,যান চলাচল বন্ধের সিদ্ধান্ত এইচআরবিসির, আশঙ্কা যানজটের

সময় কলকাতা ডেস্কঃ ৬ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুর যান চলাচল বন্ধ রাখতে চায় হুগলি রিভার ব্রিজ কমিশনা। সূত্রের খবর, আগামী ১৩ তারিখ সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সেতুর উপর যান চলাচল বন্ধ থাকবে । সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত । বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের তরফে সেতু বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান হয়েছে । পুলিশ সূত্রে খবর আগামী রবিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী বিদ্যাসাগর সেতুকে ছয় ঘন্টার জন্য বন্ধ রাখা হবে । এইচআরবিসির প্রতিনিধিরা ইতিমধ্যেই সেতুটি পরিদর্শন করে গেছেন । কলকাতা পুলিশকে এই বিষয়ে মৌখিকভাবেও জানানোও হয়েছে । এরপর সেতু বন্ধের লিখিত নোটিস দিয়ে হাওড়া ও কলকাতা পুলিশকে জানানো হয়েছে  কমিশনের তরফ থেকে । হাওড়া সিটি পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর এইচআরবিসির তরফে লিখিত আকারে সেতু বন্ধ রাখার কথা জানান হয়েছে । আগামী ১৩ তারিখ ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে সেতু । পুলিশ সূত্রে খবর, টালা সেতু বন্ধ থাকায় এই বিদ্যাসাগর সেতু দিয়ে প্রধানত পণ্যবাহী গাড়ি যাতায়াত বেশি করে। সেতুটিকে যদি ৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়, তাহলে সেতুটির দুই প্রান্তে যানজট হতে পারে । ফলে এই সব গাড়ি চলাচল নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশের পাশাপাশি পোর্ট ট্রাস্ট, রাজ্য পুলিশের ট্র্যাফিক ও এডিজি ট্রাফিককেও এই বিষয়ে জানানো হয়েছে । এইচআরবিসির কর্তাদের কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সঙ্গে কথা বলা হয়েছে । সেইসঙ্গে ডায়মন্ড হারবার ও হাওড়া জেলা পুলিশের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে । সেতুর দুই প্রান্তের রাস্তায় ট্রাফিক জ্যাম যাতে না হয় তাই হেস্টিংস মোড় থেকেই গাড়ি হাওড়া ব্রিজ অভিমুখে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতা ও হাওড়া সিটি পুলিশ ট্রাফিক বিভাগ সূত্রে জানা যাচ্ছে এজেসি বোস রোডের মোড় থেকেই সেন্ট জর্জ রোড, স্ট্রান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । পাশাপাশি কেপি রোড যাওয়ার জন্য হেস্টিংস মোড় থেকেই ডানদিকে ঘুরিয়ে দেওয়া হবে । সকাল ১১ টার পর থেকে বিদ্যাসাগর সেতুর উপরে কোনো গাড়িকে উঠতে দেওয়া হবে না বলেই ট্রাফিক সূত্রে খবর । তিন বছর আগে বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করানো হয়েছিল । সেই সময়ই বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ।

About Post Author