সময় কলকাতা ডেস্ক: দীর্ঘদিন ধরেই রেশনে পর্যাপ্ত সামগ্রী মিলছে না।পাশাপাশি ডিলার প্রতিটি সামগ্রী পরিমাণে কমও দিচ্ছেন ।গ্রাহকরা প্রতিবাদ করতে গেলেই জুটছে হুমকি। প্রতিবাদে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামের রেশন ডিলার জহুর আহমেদ ডিলারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।দুর্নীতিগ্রস্ত এই ডিলারের বিরুদ্ধে অবিলম্ব দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভে সামিল হওয়া গ্রাহকরা।
সরকার দুয়ারে রেশন ব্যবস্থা চালু করলেও তা কার্যকর করছেন না মহেন্দ্রপুর গ্রামের রেশন ডিলার জহুর আহমেদ। ফলে কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে রোশন সামগ্রী আনতে হচ্ছে এলাকার গ্রাহকদের। শুধু তাই নয় অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ডিলার এলাকার গ্রাহকদের রেশনের সামগ্রী ওজনে কম দিচ্ছেন।প্রতিবাদ করতে গেলেই জুটছে হুমকি।ঘটনার কথা এলাকার ব্লক খাদ্য আধিকারিক সহ অন্যান্য প্রতিনিধিকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাই তারা বাধ্য হয়ে এ দিন ওই রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখায়।যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার জহুর আহমেদের ছেলে জাহিরুল ইসলাম।
এই ঘটনায় রাজ্যসরকার ও শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। জেলা বিজেপি সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়াল বলেন,রাজ্যজুড়ে তৃণমূল প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির আখড়া গড়ে তুলেছে। এই দুর্নীতি পরায়ন রেশন ডিলারের পেছনে তৃণমূল নেতাদের আশীর্বাদ রয়েছে। আমরা চাই প্রশাসন ওই ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিক।অন্যদিকে তৃণমূল বিধায়ক তজমুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি, সমস্ত বিষয় খতিয়ে দেখছি। এলাকার গ্রাহকদের কাছে যাতে পাড়ায় পাড়ায় রেশন পৌঁছে পান। যথাযথ পরিমানে পান আমরা সেদিকে নজর রাখছি।গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক বিডিও অনির্বাণ বসু।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা