সময় কলকাতা ডেস্ক : স্বাভাবিক ছন্দে ফিরছে পৃথিবী, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে মানুষ জন। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছিল মৃত্যুর সংখ্যা যা নিয়ন্ত্রণে চলে এল আজ। এদিন এক ধাক্কায় অনেকটাই কমে গেল দৈনিক মৃতের সংখ্যা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনার শিকার হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। যা আগের দিনের থেকে বেশ খানিকটা কম।এদিন দেশের পটিজিভিটি রেট কমে হয়েছে ৩.৮৯ শতাংশে।
পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। যার মধ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন।
করোনা যুদ্ধে জয়ী হতে হলে টিকাকরণ একমাত্র হাতিয়ার। সেকারণেই সারা দেশজুড়ে চলছে টিকাকরন এবং পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজ।
More Stories
সাত সকালে রাজধানীতে ভূমিকম্প,সিসমোগ্রামে কম্পনের অঙ্ক ‘মাত্র’ চার,তবু কেন দিল্লির ভূমিকম্প এত শক্তিশালী ধাক্কা দিল ? ভূমিকম্পের সময়ে ওইভাবে আওয়াজ হল কেন?
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে অপসারিত আইপিএস!
‘বিন্দুমাত্র ভরসা নেই,আস্থা নেই বায়ুসেনা প্রধানের!বায়ুসেনা প্রধানের কোপে HAL