Home » ভোট যুদ্ধে বৌদি ও ননদ, পারিবারিক সম্পর্কে লড়াই নয়

ভোট যুদ্ধে বৌদি ও ননদ, পারিবারিক সম্পর্কে লড়াই নয়

সময় কলকাতা ডেস্ক:  একই পাড়ায় থাকেন ওঁরা। সম্পর্কে বৌদি ও ননদ। দুই পরিবারের পারিবারিক সম্পর্কে  কোনও লড়াই নেই।তবে কয়েকটা দিনের জন্য তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।সৌজন্যে পুরসভা নির্বাচন। কারণ এবার দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোটে  ননদ-বৌদির মুখোমুখি লড়াই। ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন বৌদি শাশ্বতী দাস সরকার। প্রতিপক্ষ হিসেবে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন তাঁর ননদ উমা কুন্ডু সরকার।

রাজ্যের বর্তমান দুই প্রধানদলের প্রার্থী হিসাবে লড়াই করছেন উনারা।তাই প্রার্থী দিসাবে নাম ঘোষনা হওয়ার পর থেকেই ভোট প্রচারে নেমে পড়েছেন বৌদি ও ননদ।তাই পারিবারিক এই লড়াই নিয়ে শহরজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। যা দারুন ভাবে উপভোগ করছেন দুজনেই। তবে ভোট নিয়ে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ ননদ বা বৌদি কেউ।বৌদি শাশ্বতী দাস সরকার বলেন, পারিবারিক সম্পর্ক আর রাজনৈতিক মতাদর্শ দুটো সম্পূর্ণ আলাদা।তাই বাড়ি আর ভোটের ময়দানের লড়াইটাও সেভাবেই হবে।

দলের তরফে প্রার্থী হিসাবে নাম ঘোষনার পরেই বৌদি ও ননদের সমর্থনে দেওয়াল লিখনে ভরে উঠেছে গোটা এলাকা।শুধু তাই নয় তাঁরা বাড়িবাড়ি প্রচারও শুরু করে দিয়েছেন।বৌদির মতোই ভোটের ময়দানের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী ননদ উমা কুন্ডু সরকার। তিনি বলেন, ব্যাক্তগত সম্পর্ক আর রাজনীতি এক নয়। তাই একে অপরের বিরুদ্ধে প্রার্থী হলেও তার প্রভাব পারিবারিক সম্পর্কের উপর পড়বে না।  বৌদি – ননদ দুই রাজনৈতিক দলের হয়ে ভোটের ময়দানে নেমে পড়ায় শ্যাম রাখি না কুল রাখি তা ভেবে পাচ্ছে না এলাকার পরিবারের সদস্য থেকে শুরু করে বাসিন্দারা।

 

About Post Author