Home » মেঘ কাটলেই বিদায় বেলায় নামবে পারদ

মেঘ কাটলেই বিদায় বেলায় নামবে পারদ

সময় কলকাতা ডেস্ক : রাজ্যে আবারও কমেছে তাপমাত্রা। তবে পিছু ছাড়ছে না বৃষ্টি। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও  বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির থেমে যাওয়ার পর মেঘ পরিষ্কার হলেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নামবে।আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪° সেলসিয়াস এবং ১৩° সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।

এই শীতের মরশুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ আবহাওয়ার ক্ষেত্রে খামখেয়ালিপনা তৈরি করেছে। একটু শীত পড়লেই হঠাত্‍ পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি নিয়ে হাজির হয়েছে।ফলে ধাক্কা খেয়েছে টানা শীতের আমেজ।আজ বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুকনোই থাকবে আবহাওয়া।

আগামী ২ দিন আবারও নামবে রাতের তাপমাত্রার পারদ। প্রায় ৩°-৫° কমতে চলেছে রাতের তাপমাত্রা। আজ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশকিছু জেলায়।হাওয়া অফিস সূত্রে খবর, আর খুব বেশিদিন থাকবে না শীতের আমেজ এবার শীতের বিদায় নেওয়ার পালা এক সপ্তাহ পর থেকে আবার বাড়তে শুরু করবে পারদ।

About Post Author