সময় কলকাতা ডেস্ক :
আজ দিনটি কেন স্মরণীয়?
১৩ফেব্রুয়ারি,২০২২, রবিবার :
আজকের উল্লেখযোগ্য ঘটনা :
১৬০১ – আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন ঘটে।
১৮৮২ – কলকাতায় প্রথম পুরনির্বাচন হয় আজ
১৯৩১ – ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর সম্পন্ন ও উদ্বোধন
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।
১৯৬০ – ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
১৯৮২ – গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।
১৯৯০ – জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুইস্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :
১৮৭৯ – সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।
১৯১১ – ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :
১৮৮৩ – জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।
১৯৫০ – রাফায়েল সাবাতিনি, ইতালীয়-সুইস লেখক
১৯৬৪ – অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।
১৯৬৯ – পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।
১৯৮৬ – বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী ও কবি আশালতা সেন এদিন প্রয়াত হন।
More Stories
মহাকুম্ভে সন্ত্রাসের ছায়া! কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরপ্রদেশ, ‘মাছিও গলতে দেব না’, আশ্বাস যোগীর
বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট