সময় কলকাতাঃ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবেন মা ও মেয়ে ।তবে তা পরিবারের বিষয় সম্পত্তি নিয়ে নয়।এই লড়াইটা একটু এন্য ধরনের।এখানে পারিবারিক সম্পর্কের থেকেও বড় রাজনৈতিক মতাদর্শ। হ্যাঁ ঠিক ধরেছেন এবার পুরসভা নির্বাচনে বালুরঘাটে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন উনারা। ১৩ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন মা অপর্ণা মহন্ত। আর তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনুশ্রী মহন্ত।স্বাভাবিকভাবেই মা ও মেযের নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলের আলোচনার শিরোনামে উঠে এসেছে বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড।
প্রসঙ্গত, বালুরঘাট পুরসভার একই ওয়ার্ডে থাকেন মা অপর্না মহন্ত ও মেয়ে তনুশ্রী মহন্ত। বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়িতে থাকলেও কোনও দিনের জন্য এটুও ছেদ পড়েনি মা ও মেয়ের নাড়ির টানে। উভয় পরিবারের বিপদে আপদেও একে অপরের পাশে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন উনারা।কিন্তু এবারই প্রথম সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন উনারা।তবে এই লড়াইয়ের সঙ্গে পারিবারিক সম্পর্কের কোনও যোগ নেই, তা একবাক্যে মানছেন মা ও মেয়ে।
মা অপর্ণা মহন্ত বলেন, মেয়ে তাঁর খুবই আদরের । তবে এবার ভোটে তাঁর প্রতিপক্ষ ।তিনি ভোটের ময়দানে মেয়ের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করতে তৈরি ।অন্যদিকে মেয়ে অনুশ্রী মহন্ত জানান, ভোটের লড়াইয়ের আঁচ তাঁদের সম্পর্কের উপর না আসলেও ভোটের ময়দানে কেউ এক চুলও যায়গা ছাড়তে নারাজ ।মা – মেয়ে দুই রাজনৈতিক দলের হয়ে ভোটের ময়দানে নেমে পড়ায় কাকে ভোট দেবেন তা নিয়ে ফাঁপরে পড়েছেন এলাকার বাসিন্দারা। মা মেয়ের ভোট যুদ্ধে কার পাল্লা ভারি হবে শেষ পর্যন্ত কে জয়ী হন তা দেখার জন্য অধীর অপেক্ষায় বালুরঘাটবাসী ।
More Stories
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু
দুর্নীতি থেকে সরাসরি সুবিধে পেয়েছেন যাঁরা, এ বার তাঁরাও তদন্তে আতস কাচের নিচে
নদীর জলে ক্যান্সারের বীজ!: আইসিএমআর