সময় কলকাতা ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তেই চাষিদের কাছ থেকে সর্বোচ্চ দামের থেকেও বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই চাষিরা যাতে তাঁদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলতে না পারেন সেজন্য বৈঠক করলো ময়নাগুড়ি সার ব্যবসায়ী সমিতি। শনিবার সন্ধ্যায় ময়নাগুড়ির একটি হোটেলে এই বৈঠক হয়। বৈঠকে জেলার ১৭৫জন সার ব্যবসায়ী অংশ নেন।এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় যে চাষীদের কাছ থেকে সারের অধিক মূল্য নেওয়া যাবে না।
জলপাইগুড়ি সার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, কোনও সারের ক্ষেত্রেই ম্যাক্সিমাম রিটেল প্রাইসের বেশি দাম নেওয়া যাবে না।কোনো ব্যবসায়ী এই নির্দেশিকা অমান্য করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেব।বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে জেলা জুড়ে প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কেউ বেশি দাম নিলে তাঁর বিরুদ্ধে প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।
More Stories
হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস
বিধানসভায় স্পিকারের কাছে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, কী দাবি?
‘দেউলিয়া’ প্রতিষ্ঠান, নিয়োগ বন্ধ! অথৈ জলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঠনপাঠন