১৪ ফেব্রুয়ারি, সোমবার
আজকের দিনটি
সময় কলকাতা ডেস্ক :
আজ ভ্যালেনটাইন্স ডে। প্রেমের দিন হিসেবে আজকের দিনটিকে ধরা হয়।
১৫৫৬ সালে এদিন মহামতি আকবরের সিংহাসনে অভিষেক হয়।
যে বিখ্যাত মানুষদের আজ জন্মদিন-:
১৪৮৩- ভারতে প্রথম মোঘল সম্রাট বাবরের জন্মদিন আজ।
১৯৩৩ – ভারতের বিখ্যাত অভিনেত্রী মধুবালা এদিন জন্মান।
১৯৫২ – রাজনীতিবিদ সুষমা স্বরাজের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৩৮- বিখ্যাত চিত্রকর গগণেন্দ্র নাথ ঠাকুর প্রয়াণ দিবস আজ।
১৯৯৩- বিখ্যাত পদার্থবিদ দৌলত সিংহ কোঠারি এদিন প্রয়াত হন
More Stories
বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট
পুজোর সময় বৃষ্টির আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?