১৪ ফেব্রুয়ারি, সোমবার
আজকের দিনটি
সময় কলকাতা ডেস্ক :
আজ ভ্যালেনটাইন্স ডে। প্রেমের দিন হিসেবে আজকের দিনটিকে ধরা হয়।
১৫৫৬ সালে এদিন মহামতি আকবরের সিংহাসনে অভিষেক হয়।
যে বিখ্যাত মানুষদের আজ জন্মদিন-:
১৪৮৩- ভারতে প্রথম মোঘল সম্রাট বাবরের জন্মদিন আজ।
১৯৩৩ – ভারতের বিখ্যাত অভিনেত্রী মধুবালা এদিন জন্মান।
১৯৫২ – রাজনীতিবিদ সুষমা স্বরাজের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৩৮- বিখ্যাত চিত্রকর গগণেন্দ্র নাথ ঠাকুর প্রয়াণ দিবস আজ।
১৯৯৩- বিখ্যাত পদার্থবিদ দৌলত সিংহ কোঠারি এদিন প্রয়াত হন
More Stories
মহাকুম্ভে সন্ত্রাসের ছায়া! কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরপ্রদেশ, ‘মাছিও গলতে দেব না’, আশ্বাস যোগীর
কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে বিপ্লব ঘটিয়েছিলেন যে বাঙালি চিকিৎসক
বটুকেশ্বর দত্ত : অগ্নিযুগের স্মরণীয় নাম