তমশ্রী রুদ্র , সময় কলকাতাঃ দেশ কোনদিনও ভুলবে না ২০১৯ সের ১৪ ফেব্রুয়ারির সেই ভয়ঙ্কর দিনটির কথা। ২০১৯ সালের সেই ভয়ঙ্কর জঙ্গি হামলার কথা । ৪০ জন বীর সিআরপিএফ জওয়ানের রক্তে সিক্ত হয়েছিল কাশ্মীর সীমান্তে পুলওয়ামার মাটি । দেশ জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া । আজ তার তৃতীয় বর্ষপূর্তি । ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরক -ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে। ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা।এই ঘটনায় ভারত সরকার সরাসরি পাকিস্থান সরকার কেই দায়ি করে । কিন্তু পাকিস্থান সরকার যথারীতি নিজেদের দায় অস্বীকার করে এই ঘটনারি তীব্র নিন্দা করে । বিশ্বের বিভিন্ন দেশও এই নারকীয় হামলার তীব্র নিন্দা করে । ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালবাসা দিবস উদযাপনে মেতেছে, সেই দিনই সিআরপিএফ -এর ৭৮ টি গাড়ির কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাত্রা শুরু করেছিল । বিকেল ৩:১৫ নাগাদ সেই কনভয় কে ধাক্কা দেয় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি । বিস্ফোরণে নিমেষে ধ্বংস হয়ে যায় কনভয়ের বেশ কিছু গাড়ি । নিহত হন ৪০ জন সিআরপিএফের তরতাজা জওয়ান । আহত হন বেশ কিছু জওয়ানও । দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া । প্রিয়জন হারানোর বেদনায় কান্নার রোল ওঠে ভারতের বিভিন্ন প্রান্তে। বহু মা হারান তার সন্তান কে, বহু সন্তান হারায় তার পিতা কে। ভালবাসার দিনেই বহু স্ত্রী হারান তার প্রিয়তমকে ।ঘরে ফেরার কথা ছিল যাদের,তারা ফিরল তেরঙ্গা বুকে করে কফিন বন্দি হয়ে । ভারত মাতার এই সমস্ত বীর সন্তানদের কফিন বন্দি দেহ গ্রামে পৌছতেই কান্নায় ফেটে ভেঙে পড়েছিল গ্রাম গুলি । রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তান দের শেষকৃত্য সম্পন্ন হয় । এই দিনটি আপামর ভারতবাসীর কাছে বেদনার স্মৃতি বহন করছে । সকল ভারতবাসী এই বীর শহিদদের আত্মার চির শান্তি কামনা করে । আজকের দিন টি বিশ্বের কাছে ভালবাসার দিন হলেও আমাদের ভারতবাসীর কাছে একটি কালো দিন হয়েই থেকে যাবে।
More Stories
মুম্বইয়ের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ৪৯
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কে ‘শক্তি’ যুগের অবসান, নতুন গভর্নর হলেন সঞ্জয়
Aam Admi Party: আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, চমক সিসোদিয়া ও ওঝা