সময় কলকাতা ডেস্কঃ ভিকি-ক্যাটরিনার বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইনস ডে। রোম্যান্টিক ডিনার তো হতেই পারত। কিন্তু এবার তাও হল না। ভালোবাসা চিরন্তন হলেও কিছু নির্দিষ্ট দিন তো থাকেই। আর তার বিশেষত্বও থাকে। অন্যদের মতই প্রেম দিবসে একে অপরকে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
এদিন ভালবাসায় ভরা একাধিক ছবি পোস্ট করেন ক্যাটরিনা। তার ক্যাপশনে লেখেন, “এ বছর রোম্যান্টিক ডিনারটা হয়তো হল না। কিন্তু কঠিন সময়কেও তুমি অনায়াসে সুন্দর করে তোলো। আর সেটাই গুরুত্বপূর্ণ।” স্ত্রীর এই পোস্টের জবাব দিতে দেরি করেননি ভিকি। নিজেও একটি ছবি পোস্ট করে লেখেন, “তোমার সঙ্গে প্রত্যেকটা দিনই ভালবাসার দিন।” কড়া নিরাপত্তার মাঝে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ও বলিপাড়ার হ্যান্ডসাম ভিকি কৌশল।
শোনা গিয়েছে, ভ্যালেন্টাইনস ডে-তে কাজের মধ্যেই কাটাতে হচ্ছে ক্যাটরিনাকে। অভিনেত্রীর হাতে রয়েছে ‘টাইগার ৩’, ‘মেরি ক্রিসমাস’। ভিকি অবশ্য কিছুদিন আগেই ‘গোবিন্দা নাম মেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন। কাজের চাপে ভ্যালেন্টাইনস ডে স্পেসাল ডিনার না হলেও তাদের ভালবাসায় চিরন্তন বলেই জানিয়েছেন তারকা দম্পতি।
More Stories
Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ
জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
সেপ্টেম্বর : নতুন কী কী মুভি আর সিরিজ দেখবেন বিভিন্ন ওটিটি প্লাটফর্মে?