সময় কলকাতাঃ ভ্যালেন্টাইনসডের সকালে অভিনেত্রীর দুয়ারে গোলাপ আর উপহার । কিন্তু তাঁকে এই প্রেমের উপহার কে পাঠালেন ! কিছুতেই বুঝতে পাড়ছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র । আর সেই উত্তেজনা থেকেই ফেসবুকে সেই ছবি শেয়ার করে ফেললেন তিনি । পোস্টে লিখলেন, ‘বেনামী এক প্রেমিকের থেকে উপহার এল । কী করে বুঝব, কে পাঠিয়েছে!’ শ্রীলেখার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, একগুচ্ছ গোলাপি আর লাল রংয়ের গোলাপ । সঙ্গে রয়েছে একটা টেডিও! অভিনেত্রী যখনই কোনও ছবি পোস্ট করেন, সেই ছবিতে অনুরাগী দের ভালবাসার ঝড় ওঠে ।
অনুরাগীদের হৃদয় আঁকা ইমোজির ছাপে ভরে ওঠে শ্রীলেখার ফেসবুকের কমেন্ট বক্স । কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে শ্রীলেখার বাড়িতে হঠাৎ বয়ে এল প্রেম! সেই গোপন, লাজুক প্রেমিকটা ঠিক কে, তা বুঝতেই পারছেন না অভিনেত্রী । শ্রীলেখার এই পোস্ট দেখে নেটিজেনরা অনেকেই নানারকম মন্তব্য করছেন । শ্রীলেখার এই গোপন প্রেমিককে খুঁজে বের করার জন্য নানা জল্পনা চলছে নেটপাড়ায় ।
অভিনেত্রী শ্রীলেখা বরাবরই প্রেম, সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন । এমনকী, কয়েকদিন আগে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, মেয়ে পছন্দ! সেই ছবি দেখে তো হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় । এবার তিনি শেয়ার করলেন প্রেমদিবসে প্রাপ্ত উপহারের ছবি । আর এই ছবি ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায় ।
More Stories
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?
অস্কারের দৌড়ে ইমন! বাজিমাত করলেন কোন গানে?
৩৭ বছরেই অভিনয়কে বিদায় জানাতে চান বিক্রান্ত মাসে? নেপথ্যে কোন কারণ?