সমস কলকাতা ডেস্ক: সাত সকালে ঘন কুয়াশার কারণে, ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকালে মারিশদা থানার বেতালিয়া স্ট্যান্ডের কাছে লরি ও একটি প্রাইভেট কারের মুথোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ছিল পূর্ব মেদিনীপুরে।স্বাভাবিকভাবে রাস্তায় দৃশ্যমানতা কম ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে হাওড়া থেকে কাঁথির দিকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে উলটো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় প্রাইভেট গাড়ির ড্রাইভার সহ গাড়িতে থাকা তিন যুবক আহত হয়। গুরুতর আহত এক যুবক ও বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে পাঠান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ।
দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট গাড়ির চালক জানিয়েছে, উলটো দিক থেকে আসা লরি রাস্তার উল্টো দিকে তাঁর গাড়িটিকে ধাক্কা মারে। এরপরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি।রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরি।দুর্ঘটনা কারণে বেশ কিছুক্ষনের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও মারিশদা থানার পুলিশের চেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ,রাস্তার উপর দু’পাশে পাথর বোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে বারবার জানিয়েও এর কোনো সুরাহা হয়নি।আগামী দিনে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে থাকলে এলাকার বাসিন্দারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে