সময় কলকাতা ডেস্ক :ফের রামধনুর দেখতে পাওয়ার মত সৌজন্যের রাজনীতির দেখা মিলল বারাসাতের পুরভোট প্রচারে।শুক্রবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বারাসাত পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে্র প্রার্থী শুভঙ্কর সেনের সমর্থনে প্রচারে আসেন। আর ঠিক তখনই বারাসাত পুরসভার প্রার্থী ও বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখার্জি তাঁর ভোট প্রচারে বেরোচ্ছিলেন। ঠিক সেই সময়ই মুখোমুখি হন দিলীপ- অশনি।দেখা হতেই দুজনে হাত বাড়িয়ে দেন করমর্দনের জন্য।মুখে একটু হাসি নিয়ে পরস্পরকে জানান শুভেচ্ছাও।এর আগে গত ১২ ই ফেব্রুয়ারী বিধাননগর পুরনিগমের নির্বাচনের দিনে ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত ও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়,তারপর শুক্রবার এই ছবি,সত্যি বর্তমান রাজনীতিতে একটা দৃষ্টান্ত বলাই যায়।দিলীপ ঘোষ জানান,এমন পরিবেশেই নির্বাচন হওয়া উচিৎ।
এত গেল রাজনৈতিক সৌজন্যের চিত্র। অন্যদিকে উঠে এল রাজনৈতিক বিষোদ্গারের চিত্র।বারাসাতে ভোট প্রচারে দিলীপ ঘোষ যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তা ঝাঁট দিয়ে জল ছিটিয়ে শুদ্ধ করলো বারাসাতের তৃণমূল ছাত্র পরিষদ । আজ ১১ নম্বর রেলগেট সংলগ্ন রাস্তায় দিলীপ ঘোষ প্রচার করে যাওয়ার পরই এই রাস্তা জল দিয়ে ধুয়ে ঝাঁটা দিয়ে শুদ্ধ করল তৃণমূল ছাত্র পরিষদ।
অন্যদিকে বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রচার সেরে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয় বাংলা স্লোগান তোলা হয়। ওই ওয়ার্ডের রাস্তায় সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরুন ভৌমিক দলীয় প্রচার সারছিলেন। সেই সময় দিলীপ ঘোষকে দেখে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা বিভিন্ন দলীয় স্লোগানের মধ্যে জয় বাংলা স্লোগান তোলে।
এই বিষয়ে অরুন ভৌমিক বলেন, ‘এই স্লোগান ২১ শের নির্বাচনের প্রাককাল থেকে চলে আসছে,জয় বাংলা সোনার বাংলা, এতো আমাদেরই বাংলা এটা আমরা বলতেই পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন,আমারও বলতে পারি।’
আসন্ন পৌরসভা নির্বাচনে জোর কদমে শুরু চলছে প্রচার। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সব দলের কর্মী সমর্থকরাই। আজ বারাসাতের প্রচারে রাজনীতির বিভিন্ন দলীয়ও রঙের সঙ্গে মানুষ জন দেখতে পেলেন রাজনীতিরও নানান রঙ।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭