সময় কলকাতা: পুরভোটের আবহে বিভিন্ন জায়গায় বসেছে পুলিশি পাহারা। চলছে নাকা চেকিং। তেমনি বাংলা বিহার সীমান্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই সর্বত্র তৎপর রয়েছে প্রশাসন। এবার এই নিরাপত্তার’ ঘেরাটোপে বিহারে মদ পাচার করতে গিয়ে ধৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বিহার সীমান্তে। এই এলাকার সঙ্গে বিহারের বিভিন্ন অপরাধের সঙ্গে যোগ আছে বলে অভিযোগ। অপরাধীরা যে কোন রকম অপরাধ মূলক কাজ কারবার করে সহজেই পালিয়ে যেতে সক্ষম হয় বিহারে।তাই এই এলাকায় পুলিশি পাহারা বাড়ানোর ব্যবস্থা করেছে হরিশ্চন্দ্রপুর থানা। সীমান্ত জুড়ে চলছে নাকা চেকিং।
এবার পুলিশের এই তল্লাশিতেই উদ্ধার হলো বিপুল সংখ্যক বেআইনি মদ। জানা গেছে ধৃত যুবকের নাম মিঠুন দাস। তিনি হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার হাটখোলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এই যুবক বিহারে মদ পাচার করছিল। বর্ডারের কাছেই নাকা চেকিংয়ে ৪০ টি বিলাতি মদের বোতল সহ ধরা পড়ে ওই যুবক। তার কাছ থেকে বোতলগুলো বাজেয়াপ্ত করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান, ধৃত যুবককে চাঁচোল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তিনি আরো জানান ভিন রাজ্য থেকে অনেক সময় দুষ্কৃতীরা এসে অপরাধ করে পালিয়ে যায়। তাদের ধরতে একপ্রকার হিমশিম খেতে হয় পুলিশকে। পুরভোটের আবহে যাতে রাজ্যে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত