Home » ভর সন্ধ্যায় বারাসাতে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই

ভর সন্ধ্যায় বারাসাতে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই

সময় কলকাতা ডেস্কঃ চলন্ত বাস থেকে পুলিশ পরিচয় দিয়ে এক গহনা ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ৪ লক্ষ মূল্যের রূপার সামগ্রী নিয়ে চম্পট দিল ছিনতাইবাজরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারাসতের 34নম্বর জাতীয় সড়কের ডাকবাংলো মোড়ের কাছে।

জানা গিয়েছে, গোবরডাঙার বাসিন্দা রাকেশ সেন কলকাতা থেকে রূপার সামগ্রী কিনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে ধর্মতলা থেকে বেসরকারী বাসে চাপেন। বাসটি বারাসতের ডাকবাংলো মোড় পার হতেই চলন্ত বাসটি থামিয়ে গাড়িতে ওঠে ছিনতাইবাজরা। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থানায় নিয়ে যাওয়ার নাম করে জোর করে বাস থেকে নামিয়ে একটি চারচাকা গাড়িতে তোলে রাকেশবাবুকে।

গাড়িটি বারাসত থানায় না ঢুকে এগারো নম্বর রেলগেট পেরিয়ে বারাকপুর রোডে উঠতেই ছিনতাইবাজদের পরিচয় পত্র দেখতে চান ব্যবসায়ী রাকেশ সেন। তখন তাকে মারধর করে মোবাইল কেড়ে নেয় ছিনতাইবাজরা।  অন্ধকারচ্ছন্য রাস্তায় নিয়ে গিয়ে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি। বারাসত থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনও ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু করতে পারেনি।

রাকেশ সেনের অভিযোগ, গাড়ির হেল্পারকে ছিনতাইবাজরা পাঁচশো টাকা গুঁজে দেয়। এমনকি নিজের উদ্যোগে ছিনতাইবাজদের গাড়ির সিসিটিভির ফুটেজ বারাসত থানায় জমা দেন রাকেশ। বারাসাতের মত জায়গায় দূরপাল্লার গাড়ি থামিয়ে পুলিশ পরিচয় দিয়ে এই ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

About Post Author