সময় কলকাতা ডেস্কঃ আবার রাজনৈতিক সৌজন্যতা দেখা গেল কামারহাটিতে। তৃণমুলের ভয়ে প্রচারে বেরোতে পারছিলেন না,কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী পেশায় শিক্ষক আসলাম আলি। অভিযোগ, প্রচারে বেরোলেই তৃণমুলের কর্মীরা তাকে ভয় দেখাচ্ছে এমনকি প্রাণ নাশের হুমকিও দিচ্ছে। অভিযোগ শুনেই প্রার্থীর পাশে এসে দাঁড়ান কামারহাটি পুরসভার তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন নির্ভয়ে প্রচার সারুন, কেউ বাধা দিতে এলে আমায় বলুন। মদনের বার্তায় পর আপাতত স্বস্তিতে সিপিআইএম প্রার্থী আসলাম আলি।
তৃণমূলের ভয়ে এক প্রকার গৃহবন্দিই হয়েছিলেন তিনি। ভয়ে প্রচারে বেরোতে পারছিলেন না আসলাম । পোস্টার,ব্যানার, ফেস্টুন ছিড়ে দেওয়ার মতন অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে । ভয়ে এলাকায় ভোট প্রচার তো দুরের কথা, আপতত দুদিন ধরে গৃহবন্দি ছিলেন আসলাম আলি।
অভিযোগ শোনার পরই সিপিআইএম প্রার্থীর কাছে ছুটে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। আশ্বাস দেন নিশ্চিন্তে প্রচার করুন । এমনকি তৃণমুলের কোন কর্মী কিছু করলে তাকে জানাতেও অনুরোধ করেন।
মদনের বার্তায় পর আপাতত স্বস্তিতে সিপিআইএম প্রার্থী আসলাম আলি। বিরোধী দলের নেতা এমনভাবে যে তার বাড়িতে চলে আসবে এই কথা ভাবতেই পারছেন না তিনি। তবে এই রাজনৈতিক সৌজন্যতা ভোটের দিন কতটা ফলপ্রসু হয়, সেটাই এখন দেখার।
More Stories
বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় হবে মহামিছিল! রায় দিল আদালত
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার! ঘটনাস্থল এবার সল্টলেক
Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী