Home » বড়োসড়ো ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ২

বড়োসড়ো ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ২

সময় কলকাতাঃ জলে ঝাঁপ দিয়েও মিলল না রেহাই। শেষমেষ পুলিশের জালে আটক হল ২ দুষ্কৃতী। মালদহের চাঁচলে ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।

জানা গেছে, ধৃতদের নাম মনসুর আলী ও মিজানুর হাইদার। তারা উভয়েই চাঁচোল থানার ধান গাড়া অঞ্চলের সৌল মারি এলাকার বাসিন্দা।পুলিশ সুত্রে খবর, চাঁচলের সুতি সদরপুর এলাকার কাকরিয়া সেতুর নিচে শহরে বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল সাত-আট জনের এটি ডাকাতদল । সূত্র মারফত খবর পেয়ে ডাকাতদলের ডেরায় হাজির হয় বিশাল পুলিশ বাহিনী । পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাঁচজন পালাতে সক্ষম হলেও ২ জন পালাতে অসফল হয়। এরপর পুকুরে ঝাঁপ দেয় তারা। তৎক্ষণাৎ বিশাল পুলিশ বাহিনী পুকুরটি ঘিরে ফেলে।ধরা পড়ে ওই দুই দুষ্কৃতী ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান,এক রাউন্ড কার্তুজ, একটি চাকু ও মোবাইল ফোন। আজ ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। এদিন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ জানান, ‘ডাকাতদলকে গ্রেপ্তার না করা গেলেও এই দলের ২ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েক জনের নাম জানা গেছে। তাদের খোঁজ চলছে। শহরে বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্য নিয়েই তারা জড়ো হয়েছিল। তবে পুলিশি তৎপরতায় তাদের এই পরিকল্পনা বানচাল হয়ে যায়।’

About Post Author