জয়ন্ত দাস, সময় কলকাতা,বীরভূম : কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ অটো চালক ও আরোঙীদের বিরুদ্ধে। শনিবার রাতে বীরভূমের সিউড়ির হাটজন বাজার এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম রাখহরি অংকুর। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আহত ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী অটোর চালক ও যাত্রীদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যন্য দিনের মতোই রাতে হাটজনবাজারে কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ারের নাম রাখহরি অংকুর। একটি অটোতে পাঁচ থেকে ছয় জন যুবক যাচ্ছিলেন। সেই সময় যানজট তৈরি হলে একটি অ্যাম্বুলেন্সকে সাইট দেওয়ার জন্য ওই কর্মরত সিভিক ভলেন্টিয়ার এদিয়ে আসেন। হঠাৎ ওই অটো থেকে যুবকেরা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে কু মন্তব্য করতে শুরু করেন। তখন ওই সিভিক ভলেন্টিয়ার তাদের কাছে গেলেই ওই যুবকের দল ওই কর্মরত সিভিক ভলেন্টিয়ারের উপর চড়াও হয়।
তাঁকে এলোপাথাড়ি মারধর করে অটোতে চেপে চম্পট দেয়। মারধরের এই ঘটনায় রক্তাক্ত হন ওই সিভিক ভলেন্টিয়ার। ঘটনার পরেই এলাকায় হাজির হয় সিউড়ি থানার পুলিশ। তাঁরা হামালাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Mamata Banarjee: বীরভূমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, হল না মমতা-অনুব্রত সাক্ষাৎ