সময় কলকাতা ডেস্ক: পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে ফিরে পেল পরিবার। সৌজন্যে হ্যাম রেডিও। ৫, বছর আগে বিহারের পশ্চিম চম্পারন জেলার কাবালা গ্রামের, বছর ৪৫ সঞ্জীব মাছুহার, স্ত্রী ও ৫ বছরের সন্তান রেখে নিখোঁজ হয়ে যায়।সঞ্জীববাবুরা পাঁচভাই। স্ত্রী সহ আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। তারপর সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সাইটে তাঁর ছবি পোস্ট করে খোঁজ পাওয়ার চেষ্টা করেন। পরিবারের লোকজন স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করেন। তৎপর হয় পুলিশ তাতেও সুরাহা মেলেনি। তাই সঞ্জীববাবুকে যে খুঁজে পাবেন সেই আশা কার্যত ছেড়ে দিচ্ছিলেন পরিবারের সদস্যরা।
বিহারের বাসিন্দা সঞ্জীব তার মানসিক ভারসাম্য হারিয়ে এখানে ওখানে ঘুরতে ঘুরতে অবশেষে তার ঠিকানা হয় ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে প্রান্তিক জায়গায় হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়।
বাজারে ঘোরাঘুরি করার সময় স্থানীয় এক ইঞ্জিনিয়ার তথা তারক চক্রবর্তীর ও সমাজসেবী সুশান্ত ঘোষের নজরে আসেন।তাঁরাই নিজেদের উদ্যোগে তাঁকে প্রথমে শারীরিকভাবে সুস্থ করে তোলেন। ওষুধ খাওয়ানো হাসপাতালে চিকিৎসা করার পাশাপাশি দুইবেলা খাবারের ব্যবস্থা করে। তাঁরা থাকার জায়গাও করে দেন।
তারপর দুই সমাজসেবী হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ শুরু করেন। হ্যাম রেডিওর সম্পাদক অম্বরিশ নাথ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে, তার ছবিসহ পূর্ণাঙ্গ ঠিকানা জানান। এরপর হ্যাম রেডিও আধিকারিকরা বিহার পুলিশ প্রশাসনকে জানালে। ছবি দেখে নিখোঁজ ব্যক্তির পরিচয় পাওয়া যায়।তারপরই মাছুহার গ্রামে সঞ্জীববাবুর পরিবারকে জানানো হয়। এরপর নিখোঁজ ব্যক্তির স্ত্রী রাবড়ি দেবী ভাই রমাকান্ত মাছুহার, হিঙ্গলগঞ্জ বাজারে হাজির হন। উপযুক্ত প্রমান তথ্য দিয়ে সঞ্জীববাবুকে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। স্বামীকে ফিরে পেয়ে খুশি রাবড়ি দেবী ও তাঁর পরিবারের সদস্যরা। সঞ্জীবকে ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে পরিবারে হাতে তুলে দেন উদ্যোক্তারা।
ইঞ্জিনিয়ার তারক চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে আমরা সঞ্জীববাবুর শারীরিক, মানসিক চিকিৎসা, ও খাবারে বন্দোবস্ত করেছিলাম উনাকে পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি। সমাজসেবী সুশান্ত ঘোষ বলেন, ১৯৯৫ সাল থেকে এই ২০২২ এ পর্যন্ত মোট ৭২ জন দেশের বিভিন্ন জায়গাযর মানসিক ভারসাম্যহীন মানুষকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি। আমাদের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হ্যাম রেডিও।তাদেরও ধন্যবাদ জানাই।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
মুম্বইয়ের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ৪৯
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম