Home » রাজ্যপালের পাশে শমীক, মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন সংঘাত নেই,ক্যাবিনেট মিটিং-এ তা প্রমাণ হয়ে গেছে

রাজ্যপালের পাশে শমীক, মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন সংঘাত নেই,ক্যাবিনেট মিটিং-এ তা প্রমাণ হয়ে গেছে

সময় কলকাতা: যে কোনো প্রশাসনিক কাজে ফাইলে সই করা নিয়ে দেরি করছেন রাজ্যপাল। এই অভিযোগে বহুবার সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের বিরুদ্ধে সরব হতে দেখা গেল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যকে। পাশাপাশি ছাত্র নেতা আনিশ খুন প্রসঙ্গে তিনি বলেন এটি পরিকল্পিত খুন । আমরা চাই রহস্যের উদঘাটন হোক।

সোমবার বসিরহাট টাউনে হলে রাজ্য বিজেপির সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপালের সই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন রাজ্য সরকার কর্পোরেশন নিয়ে তুঘলুকি আচরণ করেছেন। হাওড়া থেকে বালিকে কেন আলাদা করা হল তার কোনো বৈজ্ঞানিক ব্যাখা নেই। রাজ্যের মানুষের কোন ক্ষতি হয়নি। এর সঙ্গে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর মধ্যে কোন সংঘাত নেই। রাজ্যপাল সব নিয়ম মেনেই করছেন। এই তথ্য আজ ক্যাবিনেট মিটিং এর মধ্য তা দিয়ে প্রমাণ হয়ে গেছে। রাজ্যপাল সবকিছু গণতান্ত্রিক পদ্ধতি মেনেই  করছেন।

অন্যদিকে হাওড়ার আমতার ছাত্রনেতা আনিশ খান খুনের প্রসঙ্গে শমীক বলেন, বিচ্ছিন্নতাবাদীর মতন বক্তব্য পেশ করতেন আনিশ। তার মতাদর্শ বিজেপির থেকে সম্পূর্ন আলাদা যা বিজেপির চরম বিরোধী তার মতাদর্শ ও চলার পথ সম্পূর্ণ আলাদা। তবে তার মৃত্যুকে রহস্যজনক বলা যায় না,  তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।কেউ বলছে উত্তর প্রদেশ থেকে লোক এনে তাকে মেরে ফেলা হয়েছে। কেউ কেউ বলছে বিদেশি শক্তির হাতও রয়েছে। রাজ্যের পুলিশের ব্যর্থতা ঢাকতে এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে। আমরা চাই প্রকৃত রহস্য উদঘাটন হোক। প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। তার পরিবার চাইছে সিবিআই তদন্ত করা হোক।এই বৈঠক থেকে পুরভোট প্রসঙ্গে তিনি বলেন আগামী ২৭ শে ফেব্রুয়ারি যে বাকি ১০৮ টি পুরসভা নির্বাচন আছে সেখানে পুলিশকে দিয়ে নির্বাচন করালে সঠিক নির্বাচন হবে না। ২০১৫ সালে বাদুড়িয়া বসিরহাট, টাকিতে কিভাবে পুর নির্বাচন হয়েছিল, তা এলাকার মানুষ দেখেছে। সাধারন মানুষ ভীত ও সন্ত্রস্ত‌ । আমাদের প্রার্থী, কর্মী-সমর্থকদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি মুখপাত্র শমীক ভট্টচার্য।

About Post Author