সময় কলকাতা ডেস্ক: চুরিতে বাধা দেওয়ায় এক মহিলাকে বেধড়ক মারধোর করল চোরের দল। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে মাঝ রাতেই ছুটে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী।এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান। আচমকা শব্দ শুনে তিনি বেরিয়ে এসে দেখেন কয়েকজন চোর তাঁদের স্কুটিটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরেই তিনি বাধা দেন ও চিৎকার করেন। তারপরেই টোরের দল তাঁকে এলোপাথাড়ি মারতে শুরু করে। প্রতিবেশীরা বেরিয়ে আসছে দেখে চোরের দল স্কুটি ফেলে চম্পট দেয়।খবর পেয়েই এলাকায় ছুটে যান তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী। তিনি নিজের গাড়িতে করে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান।
প্রসঙ্গত, শনিবার বালুরঘাট শহরের আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। তারপর রবিবার রাতে 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও তৃণমূল কর্মীকে মারধোরের ঘটনার পেছনেও রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অভিমত তৃণমূল প্রার্থীর।
More Stories
মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তেওয়ারির জামিন নাকচ
নার্সিং এন্ড প্যারা মেডিকেল সেন্টারের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা তালা ঝুলিয়ে দিল সেন্টারে
বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানউতোর , দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী , সুকান্তর বাড়িতে বৈঠকে শুভেন্দু