সময় কলকাতা ডেস্কঃ আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮ টি পুরসভার ভোট। তারই মধ্যে অন্যতম হল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা । ২০২১ সালে বিধানসভা ভোটে খড়গপুর আসনটি দখলে করে বিজেপি। কিন্তু এই কেন্দ্রের বিধানসভা ও লোকসভা বিজেপির হাতে থাকলেও বর্তমানে শাসক দল তৃণমূলের হাতেই রয়েছে খড়গপুর পুরসভা। যেখানে ৩৩ নম্বর ওয়ার্ডের তারকা প্রার্থী হয়েছে অভিনেতা ও বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার।এই কেন্দ্রে গত বিধান সভা নির্বাচনেও হিরনের বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এই প্রদীপ সরকারই। এবার পুর নির্বাচনেও যুযুধান দুই প্রার্থী। গত পুরসভা নির্বাচনে মোট ৩৫ ওয়ার্ড মিলিয়ে খড়গপুরে পুরসভা নির্বাচন হয়েছিল । গণনার পরে যার ফলাফল হয় ত্রিশঙ্কু । যেখানে শাসক দল তৃণমূল পেয়েছিল ১১ টি আসন। অপরদিকে বিরোধী দল সিপিআই ও সিপিআইএম মিলে পেয়েছিল তিনটি করে মোট ছটি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ১১ টি আসন ও বিজেপি পায় ৭টি আসন। কিন্তু পরবর্তীতে শাসকদলে যোগ দেয় বাম ও কংগ্রেস দলের প্রারথীরা। এমনকি বিজেপির একগুচ্ছ জয়ী প্রার্থী যোগ দেন শাসক দলের শিবিরে। এরপরেই গোটা পুরসভার রাস চলে যায় শাসক দল তৃণমূলের হাতে।
পাশাপাশি ঝাড়গ্ৰাম পুরসভাও তৃণমুলের দখলেই ছিল গত পুরসভা ভোটে। এই পুরসভায় মোট ১৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ১৭ টি আসন। একটি বামেদের দখলে।
এখন প্রশ্ন লোকসভা ও বিধানসভার রাশ বিজেপির হাতে থাকলেও। পুর নির্বাচনে তারকা প্রার্থী হিরনকে দিয়ে বিজেপির ভোটব্যাঙ্কে কতটা সাফল্য আসবে, সেটা সময়ই বলবে।
More Stories
মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন
বাবাকে দিয়েই মেয়ের বমি পরিষ্কার করালো চিকিৎসক! উত্তেজনা শান্তিপুরে
মাধ্যমিক পরীক্ষার্থীকে যৌন হেনস্তা! গ্রেপ্তার তৃণমূল নেতা-সহ ২