সময় কলকাতাঃ বেশ কিছু দিন ধরে হৃতিক ও সাবার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বলিউডে । এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবি থেকেই তা স্পষ্ঠ । বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক । রেস্তোরাঁ থেকে বের হওয়া মাত্রই পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি । তখন থেকেই সমালোচকদের নজরে চলে আসেন হৃতিক ও সাবা। এবার সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিলেন হৃতিক ও সাবার জুটি । গত রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, এক নতুন ছবি । যেখানে দেখা যাচ্ছে, রোশন পরিবারের সঙ্গে লাঞ্চ করছেন সাবা । এদিন রোশন পরিবারের সঙ্গে আড্ডাতেও মাতলেন অভিনেত্রী । তবে কি হৃতিক সাবার সম্পর্ক মেনে নিয়েছেন পরিবার! রোশন পরিবারের তরফে এ বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া মেলেনি । জানা গিয়েছে, সাবার সঙ্গে টুইটারে আলাপ হয় হৃতিকের। তারপর তিনমাস গোপনে গোপনে দেখাও করেছেন দুজনে । তবে শোনা যায়, এর আগে এক ডেটিং অ্যাপেও দুজনে কথা বলেছেন । গুঞ্জন শোনা গেছে , হৃতিক আর সাবা নাকি একসঙ্গে গোয়াতেও ঘুরতে গিয়েছিলেন । ২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুই ছেলে কে সঙ্গে নিয়েই সময় কাটাতে দেখা গেছে হৃতিককে । তবে বর্তমানে নতুন ছবি ‘বিক্রম ভেদার’ শুটিং -এ ব্যস্ত রয়েছেন অভিনেতা । আর এর মধ্যেই শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন । আর তার ভিত্তিতেই হৃতিক-সাবা র যুগল কে নজরে রাখছেন সমালোচকরা ।
More Stories
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা
মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?