Home » পুকুর চুরির কথা সবাই জানে, তা বলে একরাতে আটটি টিউবওয়েল চুরি !

পুকুর চুরির কথা সবাই জানে, তা বলে একরাতে আটটি টিউবওয়েল চুরি !

সময় কলকাতা ডেস্ক: পুকুর চুরির কথা সবাই জানে, কিন্তু তাই বলে টিউবওয়েল চুরি! তাও আবার এক রাতের মধ্যে আট আটটিটি টিউবওয়েল। ভাবা যায়! এদিন ভোরে মসজিদে নামাজ পড়তে গিয়ে চক্ষু চড়কগাছ এলাকাবাসীদের।  গতকাল সন্ধ্যায় যে টিউবওয়েলের জলে ওজু করে নামাজ পড়েছে আজ ভোরে সেই টিউবওয়েলটি উধাও। অপরদিকে এক গৃহকর্তা আজ সকালে ব্রাস করে মুখ হাত ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে যেতেই দেখে তারও টিউবওয়েলটি নেই। চুরি হয়ে গেছে। একটা বা দুটো টিউবওয়েল নয় একই রাতের মধ্যে আটটি টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে চোর। টিউবওয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও কে বা কারা টিউবওয়েল চুরি করে নিয়ে গিয়েছে তা এখনো পর্যন্ত হদিশ করা যায়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা কবরস্থানের চারটি,ডাখোল মসজিদের একটি,বিঝোট ও তেঁতুলতলা এলাকার তিন গৃহস্থের বাড়ি থেকে তিনটি টিউবওয়েল সহ মোট আটটি টিউবওয়েল চুরি হয়ে গেছে। ফলে মাথায় হাত এলাকাবাসীর।

About Post Author