সময় কলকাতা ডেস্কঃ মাছের পরিবর্তে মৎস্যজীবীর জালে ধরা পড়ল কুমির।আর তা নিয়ে নন্দীগ্রামে শোরগোল।মাছ ধরে জীবিকা নির্বাহ করেন নন্দীগ্রামের বাসিন্দা বিশ্বদীপ ধীবর ।প্রায় প্রতিদিনই চরে জাল ফেলে মাছ ধরেন তিনি।মাছ বিক্রি করেই যে টাকা উপার্জন হয় তা দিয়ে সংসার চালান।বৃহস্পতিবারও তার ব্যাতিক্রম হয়নি।এদিনও নন্দীগ্রামের সাউদখালি চরে মাছ ধরার জন্য জাল পেতেছিলেন ।জাল তুলতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় মৎস্যজীবী বিশ্বদীপ ধীবরের।কারণ মাছের বদলে তার জালে ধরা পড়ে একটি বিশালাকার কুমির।
কুমিরটিকে দেখে প্রথমে তিনি ভয় পেয়ে যান।তারপর তিনি কুমিরটিকে উদ্ধার করে তার বাড়ির সামনে নিয়ে যান।কুমিরটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।তড়িঘড়ি স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় জেলিংহাম বনদপ্তরে।খবর পাওয়া মাত্রই বনকর্মীরা মৎস্যজীবীর বাড়িতে পৌঁছান।তারপর ওই কুমিরটিকে খাঁচাবন্দি করে জেলিংহাম বন দপ্তরে নিয়ে যান।ইতিমধ্যেই জেলিংহাম বিট অফিস সূত্রে খবর পাওয়া গেছে যে,কুমিরটিকে তারা বাজকুল রেঞ্জ অফিসে নিয়ে যাবেন।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
মেদিনীপুরে ‘বিষ’ স্যালাইন কাণ্ডে এবার সন্তানহারা অসুস্থ প্রসূতি!
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল