সময় কলকাতাঃ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট গ্রহন হয় । একাধিক জায়গায় শাসক দলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ ওঠে ।কমিশনের কাছে জমাপড়া অভিযোগের ভিত্তিতে ২ টি বুথে পুন:নির্বাচনের নির্দেশ দেন রাজ্য নির্বাচন কমিশন । সেই নির্দেশ কার্যকর করতে মঙ্গলবার শ্রীরামপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে পুন:নির্বাচন হয় ।
শ্রীরামপুর ২৫ নম্বর ওয়ার্ডের মাহেশ যুব কিশোর সংঘে ভোট শুরু হয় নিয়ম মেনে সকাল সাতটা থেকে । সাত নম্বর বুথে মোট ভোটার ৯৫২ জন । জানা গেছে ভোটের দিন এই কেন্দ্রে ভোট গ্রহনে অসংগতি দেখা দেওয়ায় পুনরায় ভোট গ্রহনের নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন ।
পুন নির্বাচনে নতুন করে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বুথ ও সংলগ্ন এলাকায় । এদিন বুথে ঢোকার সব রাস্তা কার্যত ব্যারিকেড করে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ।
More Stories
ধর্মঘটের দিন বাম নেতাকে ওসি-র চড়, কলকাতা হাইকোর্টে মামলা
জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার
চলতি বর্ষার জলে ডুবে শতাধিক স্কুল, সিলেবাস শেষ হবে তো?