Home » বাংলায় দুর্নীতি ছাড়া নিয়োগ হয় না, দিলীপ

বাংলায় দুর্নীতি ছাড়া নিয়োগ হয় না, দিলীপ

সময় কলকাতা ডেস্ক: নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে ফের একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন “রাজ্যে সরকারি নিয়োগের ক্ষেত্রে ,এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে গন্ডগোল ও দুর্নীতি নেই।দুর্নীতি ছাড়া” কোনও নিয়োগও হয় না ।দিলীপ ঘোষের আরো অভিযোগ, পরীক্ষা হলেও নিয়োগ হয় না। নিয়োগ হলে কেউ জানতে পারে না, কার কোথায় নিয়োগ হলো । পরীক্ষা না দিয়েও চাকরি পাওয়া যায় এক মাত্র বাংলায়। আবার ফেল করলেও চাকরি পাওয়া যায় মত খড়গপুরের সাংসদের।শুক্রবার প্রাতঃভ্রমনে  এসে এভাবেই রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপবাবু।

মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশে সফর নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে অখিলেশ যাদবের খেলাই শেষ করতে গেছেন ।দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ভাষায় ভাষণ দিয়েছেন তা সেখান কার মানুষ কি ভাবে নেবে তা নিয়ে তার মনে প্রশ্ন আছে।  তিনি বলেন যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ।তাঁর সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন আমার মনে হয় উত্তরপ্রদেশের মানুষ ভালো ভাবে নেবেন না ।

উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমোর তোপের মুখে পড়েন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইউক্রেনে ভারতীয় ছাত্রদের দেশে ফেরানোর বদলে প্রধানমন্ত্রী মোদি শুধু মিটিংয়ে ব্যস্ত ।আর মুখ্যমন্ত্রীরহ এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন“ওনার যাওয়ার ইচ্ছা থাকলে উনি যান। মোদী একমাত্র প্রধানমন্ত্রী সারা বিশ্বের মধ্যে যে তাঁর দেশের নাগরিকদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনছেন। ওনারা ভেবেছিলেন কিছু ভারতীয় যুদ্ধে মারা যাবে রাস্তায় নামবেন আন্দোলন করবেন” ।

 

উত্তরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়েছে। প্রতিবাদে ইতিমধ্যে রাজ্যে শাসক দল পথে নেমে আন্দোলন শুরু করেছে।দিলীপ ঘোষের দাবি “আমাদের কাছে  খবর আছে উদ্দেশ্য প্ৰনোদিতভাবে কালো পতাকা দেখানোর জন্য লোক ফিট করা হয়েছিল। বিজেপির কেউ ছিল না। অখিলেশ ভাই লোকজন ফিট করে রেখেছিলেন যাতে খবরটা হয়”।সেই সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের আরো সংযোজন, দিদির ছোট ছোট ভাইয়েরা যারা সিন্ডিকেট চালিয়ে খান, কাটমানি তুলে খান তাদেরকে পথে নেমে নিষ্ঠার পরিচয় দিতে হবে আন্দোলন করে।

 

 

 

 

About Post Author