সময় কলকাতাঃ মেলা থেকে ফেরার পথে লরির ধাক্কায় দম্পতির মৃত্যু । জল্পেশ মেলা থেকে ঠেলা গাড়ি করে দোকান নিয়ে বাড়ি ফেরার পথে ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হল দুজনের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম ভানু মল্লিক ও কল্পনা মল্লিক । তাঁরা ময়নাগুড়ির হাসপাতাল পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।লরির চালক পলাতক তার সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভানু মল্লিক ও তার স্ত্রী কল্পনা মল্লিক পেশায় ফল বিক্রেতা । বিভিন্ন মেলায় ঘুরে ঠেলা গাড়িতে করে পেয়ারা বিক্রি করেন তাঁরা । প্রতিবছর জল্পেশ মেলায় তাঁরা প্রতিদিন যান এবং মেলা শেষ করে রাতে আবার বাড়ি ফিরে আসেন । শুক্রবারো জল্পেশ মেলায় গিয়েছিলেন তাঁরা । কিন্তু আর বাড়ি ফেরা হলনা তাঁদের । শুক্রবার রাত দেড়টা নাগাদ বাড়ি ফেরার পথে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় একটি লরি ধাক্কা দেয় তাদের । এরপর তাদের দ্রুত উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ।
More Stories
জন্মদিনে রক্তদান! রাজনীতির ময়দানে ভিন্ন বার্তা তৃণমূল নেতার
চলতি বর্ষার জলে ডুবে শতাধিক স্কুল, সিলেবাস শেষ হবে তো?
হিন্দমোটরকে ঘিরে আশার আলো, মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি হবে