Home » নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ নতুন বছরের শুরুতেই জিও ব্যাবহারকারীদের জন্য দারুণ সুখবর। অতিরিক্ত পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। একবার রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা পেতে পারেন আপনি। এর জন্য আপনাকে অতিরিক্ত গাঁটের কড়ি খসাতে হবে না। এছাড়াও আপনি পাবেন আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ফ্রি এসএমএস এর সুবিধাও। গ্রাহকদের জন্য জিও-র এই রিচার্জের সবথেকে বড় সুবিধা হল, আপনার মাসিক খরচ খুবই কম হয়ে যায়। এছাড়াও আপনি দৈনিক ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন। পেয়ে যাবেন হাইস্পিড ডেটা। এছাড়াও আরও অনেক সুবিধা পাবেন এই প্ল্যানে। সংস্থার তরফে জানানো হয়েছে, দুটি রিচার্জ প্ল্যানে বাড়তি ডেটা পাবেন গ্রাহকরা। একটি ২১৯ টাকা অপরটি ৩৯৯ টাকা।

আরও পড়ুন  খালি করেননি সরকারি বাংলো, মহুয়া মৈত্রকে পুনরায় নোটিস কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের

২১৯ টাকার প্ল্যান
২১৯ টাকার এই রিচার্জেই পাবেন বাড়তি ২ জিবি ডেটা। ২১৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ১০০ টি করে মেসেজ ও নিয়মিত ৩ জিবি করে ডেটা পাওয়া যায়। এবার থেকে একইসঙ্গে জিওটিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধাও পাবেন গ্রাহকরা। এই প্ল্যানের বৈধতা মাত্র ১৪ দিন।
৩৯৯ টাকার প্ল্যান
৩৯৯ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে আপনি আগে থেকেই আনলিমিটেড কলিং-এর সুযোগ পেতেন। এছাড়াও প্রতিদিন ৩ জিবি করে ডেটা ও ১০০ টি করে মেসেজ পেতেন। এবার থেকে পেয়ে যাবেন অতিরিক্ত ৬ জিবি ডেটা। সেইসঙ্গে জিওটিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধা। এমনকী আমাজন প্রাইম, ডিসনি হটস্টার-সহ একাধিক ওটিটির সুবিধা পাবেন এই প্ল্যানের গ্রাহকরা।

এছাড়াও জিও ৫৯৮ টাকার প্ল্যান রয়েছে। জিও-র এই প্ল্যানে আপনি ৬ দিনের বৈধতা পাবেন। সেইসঙ্গে প্রতিদিন ২জিবি করে হাই-স্পিড ডেটাও পেয়ে যাবেন। ২৮ দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। সেইসঙ্গে দৈনিক ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেন। সমস্ত ওটিটি প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। পেয়ে যাবেন জিও স্যুইট অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।ডিজ়নি প্লাস হটস্টারের ভিআইপি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। সেইসঙ্গে ২০০০ মিনিটের নন-জিও ভয়েস কলিং-এর সুবিধাও পেয়ে যাবেন।

About Post Author