Home » সোনম ওয়াংচুকের বর্ডার মার্চ : প্রশাসনের সিদ্ধান্তে কমছে ইন্টারনেট স্পিড, জারি হচ্ছে ১৪৪ ধারা

সোনম ওয়াংচুকের বর্ডার মার্চ : প্রশাসনের সিদ্ধান্তে কমছে ইন্টারনেট স্পিড, জারি হচ্ছে ১৪৪ ধারা

সময় কলকাতা ডেস্ক,৫ এপ্রিল : কার্যত হইচই ফেলে দিয়েছেন সোনম ওয়াংচুক।  শিক্ষা সংস্কারক এবং জলবায়ু কর্মী  সোনম ওয়াংচুকের ডাকা রবিবারের বর্ডার মার্চের আগে বিশেষ নির্দেশিকা  জারি করেছে লাদাখ প্রশাসন।  ভারত চিন সীমান্তে বর্ডার মার্চের দুদিন আগে বেশ কিছু বিষয় সামনে এসেছে। সোনম ওয়াংচুকের লাদাখি জনগণকে করা আহ্বানের পরিপ্রেক্ষিতে  নড়েচড়ে বসেছে প্রশাসন, নিয়েছে বেশ কিছু কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত  ।

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসন ৭ এপ্রিল  অনুষ্ঠিত হতে যাওয়া চীন সীমান্তের দিকে জনগণের মিছিলের আহ্বানের পরে লেহে  সিআরপিসি ধারা জারি করার নির্দেশ দিয়েছে। উপরন্তু, পুলিশ ইন্টারনেটের গতি ২৪ ঘন্টার জন্য কমানোর ও 2G করার নির্দেশ জারি করেছে। অর্থাৎ ১৪৪ ধারা জারি করে চার বা তার বেশি লোকের বড় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গত মাসে  ২১ দিনের উপবাসের সময়, জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখের জনগণকে ভারত-চীন সীমান্তে চারণভূমির তথাকথিত দখলের “অনগ্রাউন্ড চেক” করার জন্য একটি বর্ডার মার্চের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।”১০,০০০ লাদাখি সীমান্তে মার্চ করবে,” সোনম ওয়াংচুক জানিয়েছিলেন।

উল্লেখ্য,শিক্ষা সংস্কারক এবং জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের  ‘জলবায়ু অনশন’ করার পেছনে দাবি একাধিক। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবি তিনি তুলেছেন।

#সোনম ওয়াংচুক

ওয়াংচুকের আহ্বান করা বর্ডার মার্চের আগে নড়েচড়ে বসল লাদাখ প্রশাসন

আরও পড়ুন OPTICAL ILLUSION: আপনার হাতে রয়েছে মাত্র ৪৫ সেকেন্ড, ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে বের করুন

About Post Author