সময় কলকাতা ডেস্ক, ২ জুন : দিনটি কি অভিশপ্ত? ঠিক এক বছর আগে ২ জুন তারিখটিতে কলকাতাগামী করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছিল ওড়িশার বালেশ্বরে ।একাধিক কামরা লাইনচ্যুত হয় এবং এই সংঘর্ষের ফলে বেঙ্গালুরু -হাওড়া সুপারফাস্ট ট্রেনও দুর্ঘটনার আওতায় চলে আসে। বহু মানুষের প্রানহানি হয়েছিল সেদিন। ঠিক একবছর পরে, আবার ট্রেনপথে দুর্ঘটনা ঘটল। রবিবার সাতসকালেই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে । সংঘর্ষ হয় দুই মালগাড়ির মধ্যে । লাইনচ্যুত হয়ে উল্টে যায় দুটি মালগাড়িই। দুমড়ে-মুচড়ে যায় একের পর এক বগি। একটি মালগাড়ির ইঞ্জিন উঠে যায় উল্টোদিক থেকে আসা অপর মালগাড়ির বগির উপরে। পাঞ্জাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রাণহানি না ঘটালেও দুই মালগাড়ির লোকো পাইলট গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রবিবার সকালে পাঞ্জাবের শিরহিন্দের কাছে মাধোপুরে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। এই সংঘর্ষের প্রাবল্য এতটাই জোরালো ছিল যে দুটি ট্রেনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে মুচড়ে যায় মালগাড়ির কামরাগুলি। মালগাড়ির কামরার উপরে উঠে যায় উল্টোদিক থেকে আসা মালগাড়ির ইঞ্জিন। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। লোকো পাইলটদের উদ্ধার করে শ্রী ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনের মধ্যে এরকম সংঘর্ষ হলে পরিনাম ভয়ংকর হওয়া স্বাভাবিক ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটল না জানা গেলেও প্রাথমিক অনুমান যে , সিগন্যালিংয়ের সমস্যা বা ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রেল বিভাগ এই দুর্ঘটনার তদন্ত করছে। কাকতালীয় ভাবে হলেও ২ জুন তারিখটি রেল দুর্ঘটনার পরম্পরা বজায় রেখেছে। রবিবার পাঞ্জাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা গতবছরের বালেশ্বর রেল দুর্ঘটনার মর্মান্তিক ও ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিল আরেকবার।।
আরও পড়ুন :চলন্ত ট্রেনে ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি! আহত দিল্লি-পুরী নীলাচল এক্সপ্রেসের একাধিক যাত্রী
More Stories
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে
ক্ষমা চাইলেন জুকারবার্গ, বললেন ‘অনিচ্ছাকৃত ভুল’! লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের মন্তব্যে বিতর্ক তৈরি হয়
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!