Home » Mamata Banerjee: নব নির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বিশেষ বৈঠকে বসছেন মমতা

Mamata Banerjee: নব নির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বিশেষ বৈঠকে বসছেন মমতা

সময় কলকাতা ডেস্ক, ৮ জুনঃ লোকসভা ভোটে ২৯ আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে বাংলায়। লোকসভা নির্বাচনের এই বিপুল জয়ের পর শনিবার নব নির্বাচিত ২৯ জন সাংসদদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টে নাগাদ কালীঘাটে এই বৈঠক হবে বলে দলীয় সূত্রের খবর। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন    Optical Illusion: অর্ধেকের বেশি লোক পারেনি, আপনি পারবেন নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে?

এই বৈঠকে ২৯ জন সাংসদ ছাড়াও জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, নব নির্বাচিত সাংসদদের ভূমিকা কী হতে পারে সেই বিষয় নিয়ে এদিন আলোচনা করতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে যে জায়গায় দল হেরে গিয়েছে তার কারণ পর্যালোচনা করা হতে পারে। লোকসভা ভোটে ৪২টি আসনে সংগঠনের যে ত্রুটি- বিচ্যুতি সামনে এসেছে, সেই সম্পর্কে নিজের মূল্যায়ন জানিয়ে দলীয় পদাধিকারীদের কর্তব্য জানাতে পারেন অভিষেক।

আরও পড়ুন   ভ্যাপসা গরমে বাড়ছে ভোগান্তি , কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

এদিকে, জয়ী ২৯ জন সাংসদের মধ্যে এবারেই প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন সাংসদ। তাঁদের সংসদ ভবনের রীতি, নীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তোলাও প্রয়োজন। আবার যারা পরাজিত হয়েছেন, তাঁদেরকেও সংগঠনে কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। প্রসঙ্গত, সাধারণত নির্বাচনের পর এই ধরনের বৈঠক হয়ে থাকে। তবে এবার যেন বাড়তি গুরুত্ব রয়েছে। কেননা ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল। তাই দিল্লির রাজনীতিতে ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

#Mamata Banerjee

#TheNewlyElectedMPs

#LokSabhaElections2024

#Latestebngalinews

About Post Author